কলকাতা টিভি ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে বিরাট কোহলির জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন অজিঙ্ক রাহানে| কোহলির পাশাপাশি রোহিত শর্মাকেও টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নির্বাচকদের| টি টোয়েন্টির সঙ্গে ঘরের মাঠে দেশের তরুণদেরও টেস্ট ক্রিকেটে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট|
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি খবর অনুযায়ী বৃহস্পতিবার ভারতীয় দলের নির্বাচকরা বৈঠকে বসেছিলেন| সেখানে প্রধান আলোচ্য বিষয়ই ছিল টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে|
বিরাট কোহলি আগেই নাকি প্রথম টেস্ট খেলতে না চেয়ে বোর্ড কর্তাদের কাছে আবেদন করে রেখেছিলেন| তাই রোহিত শর্মাকেই ভাবা হচ্ছিল প্রথম টেস্টের অধিনায়ক হিসাবে| কিন্তু সেইসঙ্গে তাঁরও চাপ নিয়ে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা| ভারতীয় দলের সঙ্গে টানা ম্যাচ খেলে চলেছেন তিনিও| তাই তাঁকে প্রথম টেস্টটা খেলিয়া বিশ্রাম দেওয়ার একটা ভাবনা ছিল নির্বাচকদের মাথায়|
যদিও শেষপর্যন্ত আর তা হয়নি| বৃহস্পতিবার দীর্ঘ বৈঠক হয় নির্বাচকদের মধ্যে| সেখানে বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার ওয়ার্কলোডের কথা মাথায় রেখে, তাঁকেও দুই টেস্টেই বিশ্রামের সিদ্ধান্ত নাকি নিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা|
মোটামুটি সবই নিশ্চিত হয়ে গিয়েছে| এখন শুধুই উইলিয়ামসনদের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার অপেক্ষা বোর্ডের|