কলকাতা: নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর সবথেকে বেশি সমালোচিত হয়েছেন দলের দুই সিনিয়র ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিং (Ricky Ponting) বিরাটকে নিয়ে বলেছেন, গত পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট সেঞ্চুরি করেছেন বিরাট। পন্টিং যে একথা বলেছেন তা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি সাফ বলে দিলেন, পন্টিং নিজের দেশের ক্রিকেট নিয়ে চিন্তা করুক।
গম্ভীর বলেন, “ভারতীয় ক্রিকেট নিয়ে কথা বলার পন্টিং কে? আমার মনে হয় ওর উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে ভাবনাচিন্তা করা। সবথেকে বড় কথা বিরাট এবং রোহিতের ব্যাপারে চিন্তা করার ওর কোনও প্রয়োজন নেই। ওরা ভারতীয় ক্রিকেটের হয়ে অনেক কিছু অর্জন করেছে এবং ভবিষ্যতেও করবে।”
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার কোনও গুরুত্ব আছে? বিস্ফোরক গম্ভীর
বিরাট-রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নন গম্ভীর। তিনি বলেছেন, “আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওরা এখনও পরিশ্রম করছে, এখনও খেলাটা নিয়ে প্যাশনেট, এখনও অনেক সাফল্য অর্জন করতে চায়। আমার কাছে এটাই বড় কথা। ওই ড্রেসিং রুমে জয়ের খিদেটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।”
হেড কোচ স্পষ্ট জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার তাঁর জীবনে কোনও গুরুত্বই নেই। সেই সঙ্গে এও বললেন, হোয়াইটওয়াশ হওয়া সত্ত্বেও কোনও চাপ অনুভব করছেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর মুণ্ডপাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, “আমাকে বলুন, সোশ্যাল মিডিয়ার কোনও গুরুত্ব আছে? আমার জীবনে কিছু তারতম্য করতে পারে? যখন এই কাজটা নিয়েছিলাম, জানতাম যে কঠিন হবে সেই সঙ্গে সম্মানের।”
দেখুন অন্য খবর: