Saturday, July 5, 2025
HomeIPL 2025ভারতকে কটাক্ষ ভনের, পাল্টা দিলেন ভাজ্জি  
India vs England

ভারতকে কটাক্ষ ভনের, পাল্টা দিলেন ভাজ্জি  

ভনকে তাঁর স্পষ্ট বার্তা, বোকামি বন্ধ করুন

Follow Us :

কলকাতা: বিতর্কিত মন্তব্য করা প্রাক্তন ইংলিশ ক্রিকেটার মাইকেল ভনের (Michael Vaughan) সবথেকে পছন্দের ‘হবি’। বৃহস্পতিবার ভারতের (India) কাছে তাঁর দেশ দুরমুশ হওয়ার পরেও থেমে থাকলেন না তিনি। হারের জন্য ইংল্যান্ডের (England) ব্যর্থতার কথা বলেও ভারতের জন্য রাখলেন ছোট্ট খোঁচা। সেই খোঁচার জবাব অবশ্য সপাটে দিলেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। ভনকে তাঁর স্পষ্ট বার্তা, বোকামি বন্ধ করুন।

সোশ্যাল মিডিয়া এক্স-এ ভন লেখেন, “ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে হারাত তাহলে ত্রিনিদাদে সেমিফাইনাল খেলতে পারত এবং আমার বিশ্বাস সেই ম্যাচ ওরা জিতে যেত… তবে অভিযোগ করার কোনও জায়গাই নেই, ওরা ভালো খেলতেই পারেনি… ভারতের গায়ানাকে ভেন্যু হিসেবে বেছে নেওয়াটা কিন্তু দারুণ।”

আরও পড়ুন: ইউরোর শেষ ষোলোয় ফ্রান্স-বেলজিয়াম

এই শেষ লাইনেও ভারতের প্রতি কটাক্ষ রয়েছে। কারণ, ভারত সেমিফাইনাল গায়ানার মাঠে খেলবে তা বিশ্বকাপ শুরুর আগে থেকে নির্ধারিত ছিল। সুপার এইটে শীর্ষস্থান দখল করলেও, কি না করলেও। এই নিয়েই ভনের খোঁচা তা স্পষ্ট। গায়ানার মন্থর, নিচু বাউন্স, স্পিন সহায়ক পিচ ভারতের জন্য সুবিধাজনক তাও বলে দিয়েছেন তিনি। কিন্তু হরভজন এসব মানতে নারাজ, প্রাক্তন ইংলিশ ওপেনারকে ধুয়ে দিয়েছেন তিনি।

ভনের টুইটের রিপ্লাইতে ভাজ্জি লেখেন, “আপনার কেন মনে হল গায়ানা ভারতের জন্য ভালো ভেন্যু ছিল? দুই দল একই ভেন্যুতে খেলেছে। ইংল্যান্ড টসে জিতেছিল সেটা অ্যাডভান্টেজ। বোকামি বন্ধ করুন। ইংল্যান্ড সব বিভাগে ভারতের কাছে পরাস্ত হয়েছে। সেটা মেনে নিয়ে এগিয়ে চলুন আর এসব ফালতু কথাবার্তা নিজের কাছেই রাখুন। যুক্তির কথা বলুন, আলতু ফালতু বলবেন না।”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39