কলকাতা টিভি ওয়েবডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে থেমেছিল তাদের দৌড়| অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল পাকিস্তান| ম্যাচ শেষে ড্রেসিংরুমে অধিনায়ক বাবর আজম সতীর্থদের একটাই বার্তা দিয়েছিলেন| তারা যাতে ভেঙে না পড়ে| এই হার থেকে শিক্ষা নিয়েই তাদের ঘুরে দাঁড়াতে হবে|
আর সেই পেপটকটাই যেন আরও তাতিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেটারদের| ঢাকায় প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল পাকিস্তান| শেষ তিন ওভারে বাকি ছিল ৩২ রান| শাদাব ও নওয়াজের হাত ধরে দু ওভারেই ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান|
In a match that ebbed and flowed throughout, Pakistan emerged victorious to take a 1-0 lead in the three-match series ?#BANvPAK first T20I report ?https://t.co/8DHOXJYGDq
— ICC (@ICC) November 19, 2021
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম| শুরু থেকেই পাক বোলারদের দাপট| ৬১ রানের মধ্যে ৫ উইকেট তুলে বাংলাদেশকে শুরু থেকেই চাপে ফেলে দিয়েছিল পাকিস্তান| হাসাল আলি একাই নেন ৩ উইকেট| পাকিস্তান থামে ১২৭ রানে|
ব্যাট হাতে শুরুটা যে পাকিস্তানও খুব একটা ভাল করেছিল তা নয়| ২৪ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারাও| তবে ঠান্ডা মাথায় পরিস্থিতিটা সামাল দেয় তারা| আর শেষ মুহূর্তে শাদাব ও নওয়াজের ইনিংসটাই পাকিস্তানের জয় নিশ্চত করে|
শেষ তিন ওভারে দরকার ছিল ৩২ রান| ১৫ বলে ৩৫ রানের বিধ্বংসী একটা পার্টনারশিপ তৈরি করেন এই দুই তারকা| আর তাতেই পিছিয়ে থেকেও, বাংলাদেশের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয় পাকিস্তান|