Saturday, July 5, 2025
Homeখেলাসুনীলের অন্তঃসত্ত্বা স্ত্রী আক্রান্ত ডেঙ্গিতে, ভর্তি বেঙ্গালুরুর হাসপাতালে

সুনীলের অন্তঃসত্ত্বা স্ত্রী আক্রান্ত ডেঙ্গিতে, ভর্তি বেঙ্গালুরুর হাসপাতালে

Follow Us :

বেঙ্গালুরু: অন্তঃসত্ত্বা অবস্থাতেই ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হলেন সুনীল ছেত্রীর (Sunil Chhetri) স্ত্রী সোনম (Sonam Bhattacharya) ভট্টাচার্য। বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানেই প্রাক্তন ফুটবলার কোচ সুব্রত ভট্টাচার্যের (Subrata Bhattacharya) মেয়ের চিকিৎসা চলেছে। জানা গিয়েছে, কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন সুনীল পত্নী। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তবে আপাতত সুস্থ আছেন সোনম। কয়েকদিন চিকিৎসকদের অবজারভেশন থাকবেন তিনি। শুধু এরাজ্যে নয়, গত মাস থেকে বেঙ্গালুরুতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে।

১২ জুন এক ম্যাচে গোল করার পর সুনীল সেলিব্রেশন করে বাবা হওয়ার সুখবর প্রকাশ্যে আনেন। স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্য জাতীয় দলের কাছ থেকে কিছুদিন সময়ে চেয়ে নিয়েছিলেন। এর ফলে কিংস কাপের (Kings Cup) খেলছেন না ভারতীয় অধিনায়ক। কোচ ইগর স্টিমাচ তাঁকে ছুটি দিয়েছেন বলে জানা গিয়েছিল। সেপ্টেম্বরের ৭-১০ থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে কিংস কাপ। সেখানে হয়তো দেখা যাবে না ভারতীয় অধিনায়ককে। সম্ভবত সেই সময়ই সোনমের সম্তান প্রসব হতে চলেছে। আর এই সময়ে স্ত্রীর পাশে থাকতে চাইছেন সুনীল।

আরও পড়ুন: হার্দিককে আশিস নেহরার মতো সাহায্য করতে পারছেন না দ্রাবিড়! বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার  

সাফ কাপের ওই ম্যাচের পর সুনীল বলেছিলে্ন, “আমাদের পরিবার বাড়তে চলেছে। আর সেই সুখবরটা আমার ভক্তদের সঙ্গে ভাগ করতেই হত। এ ভাবেই ঘোষণাটা করতে চেয়েছিলাম আমি। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি।” অন্তঃসত্ত্বা স্ত্রীর অসুস্থা চিন্তায় ফেলেছে সুনীলকে। যত দ্রুত সম্ভব সোনম সুস্থ হয়ে উঠুন। কলকাতা টিভি অনলাইনের তরফ থেকে তাঁর আরোগ্য কামনা করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39