নয়াদিল্লি: টানা পাঁচ ম্যাচ হারা, আত্মবিশ্বাস তলানিতে চলে যাওয়া দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নেপথ্যে ব্যাটিং ব্যর্থতা। আগের দুই ম্যাচে দলকে ডুবিয়েছিল বোলিং, এদিন ডোবালেন ব্যাটাররা। জেসন রয়ের (Jason Roy) ৪৩ এবং শেষবেলায় আন্দ্রে রাসেলের (Andre Russell) ৩৮ না হলে একশোও পেরত না কেকেআর (KKR)। ৯৯ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল তাদের। এদিন ব্যাট হাতে ব্যর্থ রিঙ্কু সিং (Rinku Singh)। সুযোগ পেয়েও আবারও ঝোলালেন মনদীপ সিং। এই দুই সিংয়ের কড়া সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)।
২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ রিঙ্কুদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে প্রবল বিরক্ত। ৩২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল কলকাতার। সাজঘরে ফিরে গিয়েছেন অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)। ক্রিজে রয় এবং মনদীপ। এ সময় প্রয়োজন ছিল ইনিংস গড়ার, পার্টনারশিপ করার। পাকামি করে স্কুপ শট খেলতে গিয়ে অক্ষর প্যাটেলের (Axar Patel) বলে বোল্ড হলেন মনদীপ। ক্রিজে এলেন রিঙ্কু। সেই অক্ষরকেই ছয় মারতে গেলেন তিনি, এবং বাউন্ডারিতে ধরা পড়লেন।
আরও পড়ুন: Europa League | জঘন্যতম পারফর্ম্যান্স, ইউরোপা লিগ থেকে বিদায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
এসব দেখে বিরক্ত যুবরাজ কাল রাতেই টুইট করে লেখেন, এরকম পরিস্থিতিতে রিঙ্কু এবং মনদীপের অ্যাপ্রোচে একদমই খুশি নই। তোমার আত্মবিশ্বাস যতই তুঙ্গে থাক, যখন উইকেট পড়ছে, ঝুঁকি না নিয়ে পার্টনারশিপ গড়ার দরকার। ১৫ ওভার পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটের ঢঙে খেলা উচিত কারণ তোমার দলে এরপরে নামার জন্য আন্দ্রে রাসেল রয়েছে।
Not hppy with @mandeep and @rinkusingh235 approch in this situation Not mattr how high your on confidenc u got too cut out the risk to creat a ptnrship when wickts are falling Need to stick to one day mindset till the 15 th . Caus u have @Russell12A Comin at the end #kkrvsdel
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 20, 2023
বিন্দুমাত্র ভুল বলেননি যুবি। একে পরপর উইকেট পড়ছে, তার উপর পিচ ব্যাটিংয়ের আদর্শ নয়, বল পড়ে থমকে যাচ্ছে। এখানে ধরে খেলা উচিত ছিল। একদিন পরপর পাঁচটা ছয় মেরেছেন বলে রোজ মিরাকল করতে পারব, এমন চিন্তা রিঙ্কুর মাথা থেকে সরানো উচিত। আর মনদীপের কথা না বলাই ভালো। সুনীল গাভাসকার আগেই তাঁকে নিয়ে যা বলার বলে দিয়েছিলেন। এতবার ব্যর্থ হওয়া সত্ত্বেও প্রত্যেকবার কী করে দল পেয়ে যান মনদীপ তা নিয়ে বিস্মিত কিংবদন্তি।
শেষ কয়েক ম্যাচে ঝোলাচ্ছিলেন বোলাররা। আজ ব্যাটাররা ঝোলালেন। যে টুর্নামেন্টে ২০০ করেও নিশ্চিন্ত থাকা যাচ্ছে না, সেখানে কেকেআর প্রথমে ব্যাট করে তুলল ১২৮। খেলা যে এতদূর গড়াল তার কারণ টানা পাঁচ ম্যাচ হারা একটা দলের আত্মবিশ্বাসের অভাব। অন্য কোনও দল হলে হয়তো ১৫ ওভারে ম্যাচ শেষ হয়ে যেত। সিঙ্গল নিলেই যেখানে কাজ হয়, মণীশ পান্ডেরা বড় শট খেলে আউট হলেন, ম্যাচ দীর্ঘায়িত করলেন। ভাগ্য ভাল অক্ষর ছিলেন, ম্যাচ শেষ করেই ফিরলেন।