নদিয়া: কালীগঞ্জের (Kaliganj) ঘটনায় গ্রেফতার আরও এক। গ্রেফতার কাশেম শেখকে (Kashem Sekh) আদালতে পেশ। কালিগঞ্জে উপনির্বাচনের (Kaliganj Assembly) ফল প্রকাশের দিন বিজয় উল্লাসের সময়ই বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালিকার। এই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে এফআইআর জমা হলেও এখনও পর্যন্ত গ্রেফতার ১০ জন।
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয় তৃণমূলের। সেদিনই বিজয় উল্লাস চলাকালীন ঘটে মর্মান্তিক ঘটনা। বোমার আঘাতে মৃত্যু হয় এক নাবালিকার। নাবালিকার মৃত্যুর ঘটনায় ২৪ জনের নামে কালীগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। মুখ্যমন্ত্রীও দোষীদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছিলেন। ঘটনার তদন্তে নেমে আগেই ৯ জনকে গ্রেফতার করা হয়, এবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম আব্দুল কাশেম শেখ।
আরও পড়ুন: বিজেপি-র নয়া রাজ্য সভাপতি শমীক, কী বললেন সুকান্ত-শুভেন্দু
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক ছিল এই অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে ঘটনার দশ দিন পর গোপন সূত্রে পুলিশ তার হদিশ পায়। এরপরই বৃহস্পতিবার পলাশির তেজনগর ঘাটে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই অভিযুক্তের মুর্শিদাবাদে পালানোর ছক ছিল। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। ধৃতকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে ও তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানও হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
দেখুন ভিডিও