বর্ধমান: রাজ্যজুড়ে চলছে উৎসবের মরসুম। কিন্তু তার মাঝেও সরগরম রাজ্যরাজনীতি। আগামী বছর মার্চ-এপ্রিলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কথা রয়েছে। এবার পঞ্চায়েতের লোকদের নিমগাছে, খেজুর গাছে বেঁধে রাখার নিদান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। রবিবার তিনি বলেন, আবার পঞ্চায়েত নির্বাচন আসছে। গতবার পঞ্চায়েত নির্বাচনে মারপিট করে, পুলিশ, গুন্ডা দিয়ে মনোনয়ন করতে দেয়নি। বিরোধীদের মনোনয়ন করতে না দিয়ে জিতেছিল। পাঁচ বছর লুঠ করেছে। জনগণের মারের ভয়ে এখন সব পালাচ্ছে। ছারবেন না কাউকে। এই পঞ্চায়েতের লোকেদের নিমগাছ, খেজুর গাছে বেঁধে রেখে হিসাব নিন। বর্ধমানের বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে এমনই হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ।
তিনি আরও বলেন, প্যান্ট খুলে নিন। কারণ যারা টাকা চুরি করে বাড়ি করেছে, সেটা আপনার টাকা। পঞ্চায়েতের কাছ থেকে সমস্ত হিসেব বুঝে নিন। নির্বাচনের আগে বাড়ি এলে গলায় গামছা দিয়ে ধরবেন বলেও নিদান দিলীপের। কয়েকদিন আগেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূলের (TMC) উদ্দেশে হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, আসল খেলা এবার পঞ্চায়েতে হবে। তৃণমূল কি খেলা করে, আমরা কি করি, খেলি দেখা যাক। খেলা আর একতরফা হবে না। এবার মানুষও সজাগ আছে। তারা দেখছে কাকে ভোট দিয়ে জিতিয়েছে। নতুন সরকার হওয়ার দেড় বছরের মধ্যে আসল চেহারা বেরিয়ে গিয়েছে। নারী-শিশুদের সুরক্ষা নেই, মানুষের জীবনে সুরক্ষা নেই, সম্প্রদায়িক সম্প্রীতি শেষ। টাকার পাহাড় নেতাদের বাড়িতে বাড়িতে। এগুলো দেখেই ভোট দেবে মানুষ।
আরও পড়ুন:Vande Bharat Express: সোমবার পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল বন্দেভারত এক্সপ্রেস
এগিয়ে আসছে নতুন বছরে রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে বিজেপি সন্ত্রাসের অভিযোগ তুলেছিল। এই প্রসঙ্গে এদিন দিলীপ বলেন, গুজরাট (Gujarat) সহ দিল্লি সব জায়গায় ভোট নির্বিঘ্নে হয়েছে। কোথাও বিজেপি (BJP) জিতেছে। কোথাও বিজেপি জিততে পারেনি। কিন্তু, মারামারি হয়নি। এই রাজ্যে ছোটখাটো ভোট হলেই বোমাবাজি, হিংসার ঘটনা দেখা যায়। রাজ্যে সন্ত্রাস রাখার চেষ্টা করা হয় বিভিন্ন ভোটে। উল্লেখ্য, সম্প্রতি একটি সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Bandyopadhyay) পঞ্চায়েত ভোট নিয়ে জানান, ভোট হবে অবাধ ও শান্তিপূর্ম। কেউ গুন্ডামি করলে এক ঘণ্টার মধ্যে দল থেকে বের করে দেব। তৃমমূলের সেকেন্ড ইন কমান্ডের এই হুঁশিয়ারির পরও দলের বেশকিছু নেতা বেলাগাম মন্তব্য করছেন। সেই মন্তব্যকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপিও। তাই দীলিপের এই হঁশিয়ারি তৃণমূল হালকাভাবে নেবে কি না, তা সময়ই বলবে। তবে উৎসবের মাঝে বিরোধী-শাসকের চোখ রাঙানি পঞ্চায়েত নির্বাচনে কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।