মেদিনীপুর: ভয়াবহ পথ দুর্ঘটনা মেদিনীপুরে। গয়াধাম যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন প্রায় ২০ জন। সকলেই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে বিহারের বরকাটা থানার হাজারীবাগ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের বাজকুল এলাকা থেকে রিজার্ভ বাসে করে প্রায় ৭০ জন যাত্রী গয়াধামের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার ভোরে বিহারের হাজারীবাগ এলাকায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জনের। গুরুতর আহত হয় প্রায় ২০ জন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Menaka Gambhir: মাঝরাতে ইডি দফতরে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর, নোটিসে সময়ের ভুল!
এই ঘটনায় রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি জেলা প্রসাশনকে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। যত দ্রুত সম্ভব মৃতদেহগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া যায় সেজন্য ব্যবস্থা নিতে বলা হয়েচে। পাশাপাশি আহতদের এ রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে সু-চিকিৎসার ব্যবস্থা করা যায় সেদিকেও নজর দিতে বলা হয়েছে।