গঙ্গাসাগর: মেলার প্রস্তুতি (Gangasagar Mela) নিয়ে আগামী ২১ ডিসেম্বর বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওইদিন অর্থাৎ বুধবার দুপুর তিনটে থেকে নবান্ন সভাঘরে এই প্রস্তুতি বৈঠক হবে। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ১৮টি দফতরের প্রধান সচিব ও অতিরিক্ত সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসককেও।
করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী বছর ৯ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শুরু হতে চলেছে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আগের বছরের তুলনায় এবার মেলায় ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। সেই ভিড়ের কথা মাথায় রেখে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে চাইছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী মেলার প্রস্তুতি নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন। এমনকী গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) আগে চলতি ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে সাগরে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে পারেন। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন।
ইতিমধ্যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব এক প্রস্থ বৈঠকও করেছেন। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যে তৈরি করা হচ্ছে পাঁচটি অস্থায়ী হাসপাতাল। কচুবেড়িয়া, বেনুবণ, নারায়ণপুর পিএইচসি, সাগর মেলা গ্রাউন্ড ও লট নং ৮ এই পাঁচটি জায়গায় এই চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হবে। প্রবীণদের পাশাপাশি শিশুদের জন্যও বিশেষ চিকিৎসার ব্যবস্থা থাকবে। মেলায় করোনা সংক্রমণ আটকাতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। প্রশাসনের তরফে চালানো হবে কড়া নজরদারি। ১০৩ জন মেডিক্যাল অফিসার চিকিৎসার দায়িত্বে থাকবেন বলে সূত্র খবর। এই ১০৩ জনের মধ্যে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। প্রয়োজন অনুয়ায়ী আরও মেডিক্যাল অফিসার সেখানে পাঠানো হবে বলে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র খবর।