Saturday, July 5, 2025
HomeকলকাতাINTTUC Agitation: এসবিএসটিসির দিঘা ডিপোতে আইএনটিটিইউসির আন্দোলন, বাস বন্ধ, ক্ষুব্ধ মন্ত্রী

INTTUC Agitation: এসবিএসটিসির দিঘা ডিপোতে আইএনটিটিইউসির আন্দোলন, বাস বন্ধ, ক্ষুব্ধ মন্ত্রী

Follow Us :

কলকাতা ও দিঘা:  দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (SBSTC) ঠিকা শ্রমিকরা শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির(INTTUC) নেতৃত্বে দিঘা ডিপোয় আন্দোলন শুরু করেছেন। ১৮ তারিখ থেকে তাঁদের এই বিক্ষোভ চলছে। ফলে দিঘা ডিপো থেকে কোনও বাস বেরতে পারছে না, কোনও বাস ঢুকতেও পারছে না। দিঘা ডিপোর বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ। মঙ্গলবার সকালে যে সব বাস দীঘা ডিপোতে ঢুকেছে, তার চালক ও কন্ডাক্টরদের ডিপো থেকে বেরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ওই বিক্ষোভের প্রভাব পড়েছে ডবলুবিটিসিতেও(WBTC)। ওই সংস্থার ঠিকা শ্রমিকরাও দীঘার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

পুজোর মুখেই শাসকদলের শ্রমিক সংগঠন আন্দোলনে নামায় অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, একটা সমস্যা হয়েছে দিঘা ডিপোতে। এমডিকে পাঠিয়েছি বিষয়টা দেখার জন্য এবং কথা বলার জন্য। ওদের কিছু দাবিদাওয়া, সমস্যা আছে। বিষয়গুলি দেখে সমস্যার সমাধানের বিষয়টি দেখা হবে। আইএনটিটিইউসি শাসকদলের শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের কিছু দাবিদাওয়া সমস্যা থাকে সেগুলি তুলে ধরাই শ্রমিক ইউনিয়নের কাজ। অবশ্যই সমস্যা গুলি সরকারের পক্ষ থেকে প্রশাসনিক ভাবে সমাধানের চেষ্টা করা হবে। তবে এর মধ্যে শাসকদলের শ্রমিক ইউনিয়নের ও সরকারের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। তিনি স্বীকার করে নেন, এটা ঠিক সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসছে। এই পূজায় মানুষ ঘুরবে, আনন্দ করবে। তার জন্য পরিবহণ ব্যবস্থাকে স্বাভাবিক ও সচল রাখতে হবে, এটাই স্বাভাবিক। কিছু সমস্যা আছে, সেগুলি খতিয়ে দেখে দ্রুত সমাধানের পথ খুঁজে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।

পালা বদলের পর মুখ্যমন্ত্রী(chief minister) সাফ জানিয়ে দিয়েছেন, এবার থেকে রাজ্যে অবরোধ, বিক্ষোভ, বনধ আর চলতে দেওয়া হবে না। এটা তৃণমূল সরকারের ঘোষিত নীতি হয়ে গিয়েছে। তারপরেও কী করে দিঘার ডিপোতে আইএনটিটিইউসির(INTTUC) নেতৃত্বে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ করছেন, সেই প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা বাসে ঠিকমতো ডিউটি পাচ্ছেন না। এর প্রতিবাদেই তাঁরা পথে নেমেছেন। তাঁরা জানিয়েছেন, হলদিয়া-রামপুরহাট রুটের বাস সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে। আগামিকাল দুর্গাপুর-সহ একাধিক রুটে বাস সার্ভিস বন্ধ থাকবে বলে আন্দোলনকারীরা জানান। তাঁদের আরও অভিযোগ, এসবিএসটিসির একাধিক রুটে সরকারি বাস তুলে দিয়ে বেসরকারি বাস চালানোর চক্রান্ত চলছে। ঠিকা শ্রমিকরা প্রায় নয় বছর ধরে কাজ করছেন। তবু তাঁদের নিয়মিত কাজ দেওয়া হচ্ছে না। প্রতি মাসে মাত্রা ১০ থেকে ১২টি করে ডিউটি পাচ্ছেন তাঁরা। ফলে সংসার চালানো কষ্টকর হয়ে উঠছে। অফিসারদের জানিয়েও কোনও লাভ হয়নি। শীঘ্রই এই সমস্যার সমাধান না করলে পুজোর আগেই পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা বিভিন্ন মহলের।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Dilip Ghosh | 'নিজে থেকে দলে আসিনি...' দিলীপের মন্তব্যে প্রবল জল্পনা, দল পরিবর্তন করবেন?
01:11:06
Video thumbnail
TMC | ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্ব/ন্দ্ব, তালা পড়ল পার্টি অফিসে, অভিযোগের তীর কাদের দিকে?
02:31:00
Video thumbnail
Santanu Sen | মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিলের পর এবার হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন
01:59:35
Video thumbnail
Kasba Incident | সাত সকালে মনোজিতদের নিয়ে কসবার ল' কলেজে পুলিশ, কী কী তথ্য মিলল?
02:41:55
Video thumbnail
Iran-Israel | নেতানিয়াহুর ঘুমেও খামেনি? ইরানের মা/রে কোমর ভাঙা ইজরায়েল কী কী শিক্ষা পেল?
03:37:16
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:10:10
Video thumbnail
Politics | শমীক-জমানায় কাবু কাঁথির খোকাবাবু ?
04:35
Video thumbnail
Politics | দুর্নীতির প্রতিবাদে এবার সিপিএমে ৫০ পরিবার
05:56
Video thumbnail
Stadium Bulletin | ভারতীয় উইকেট কেন সাজিয়ে দিল ইংল্যান্ড?
18:06
Video thumbnail
India-America | ভারত-মার্কিন সম্পর্কে U টার্ন, শক্তি বাড়াচ্ছে ভারত, ভয় পাবে কোন কোন দেশ?
03:21:56

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39