আড়িয়াদহ: ফের রাজ্যে গণপিটুনির অভিযোগ। উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ৬ জনকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। মূল অভিযুক্ত জায়েন্ত সিং সহ ২ জন এখনও পর্যন্ত পলাতক। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল কৃষ্ণেন্দু দাস, সামস, মনোজিৎ দাস, অভয়শঙ্কর দূবে, শঙ্কর গোসাই ও আদিত্য দে। মূল অভিযুক্ত জায়েন্ত সিং সহ জঙ্গা ও রাহুল গুপ্তা নামের দুষ্কৃতী এখনও পর্যন্ত পলাতক।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার কলেজপড়ুয়া যুবক সায়নদীপ পাঁজার উপরে দুষ্কৃতী জয়ন্ত সিংহ এবং তাঁর দলবল ঝাঁপিয়ে পড়ে। বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে আসেন আক্রান্ত কলেজপড়ুয়ার মা। পুত্রকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মা-ও। মেরে আক্রান্ত মহিলার দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আরও পড়ুন: কালনায় দুষ্কৃতীদের গুলিতে খুন ১
দেখুন আরও অন্যান্য খবর: