Saturday, July 5, 2025
HomeCurrent NewsNew Town Sapoorji: নিউটাউনের আবাসনে বন্ধ ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার

New Town Sapoorji: নিউটাউনের আবাসনে বন্ধ ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার

Follow Us :

কলকাতা: নিউটাউনে সাপুরজি আবাসনে বন্ধ ফ্ল্যাট থেকে পচাগলা দেহ উদ্ধার। বুধবার টেকনোসিটি থানার পুলিস দেহটি উদ্ধার করে। পুলিস জানায়, মৃতের নাম শীর্ষেন্দু দে। বারাসতের টাকি রোডের বাসিন্দা ছিলেন শীর্ষেন্দু। প্রায় এক বছর ধরে সাপুরজি আবাসনে ভাড়া থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, কাজের সূত্রে বছরখানেক ধরে সাপুরজির ওই বাড়িতে একাই ভাড়া থাকতেন শীর্ষেন্দু। তাঁর ফ্ল্যাটের ভাড়া বাকি ছিল বেশ কয়েক মাসের। এর আগে বাড়ির মালিক কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেন শীর্ষেন্দুর সঙ্গে। কিন্তু ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে ফের ওই বাড়ির মালিক আসেন তাঁর সঙ্গে দেখা করতে। চাবি বন্ধ থাকায় দ্বিতীয় চাবি দিয়ে ভিতরে ঢোকেন তিনি। দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে পুলিসকে খবর দেন তিনি। পুলিস দরজা ভেঙে দেখে, ঘরের মধ্যে পচাগলা অবস্থায় পড়ে রয়েছে শীর্ষেন্দুর দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পুলিসের প্রাথমিক অনুমান, বহু টাকা দেনা ছিল তাঁর। সেই টাকা শোধ করতে না পেরেই সম্ভবত আত্মহত্যা করেছেন তিনি। তবে খুনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিস।

আরও পড়ুন: Anubrata Mandal at SSKM : এসএসকেএমে ভর্তি অনুব্রত, গঠিত হল আট সদস্যের মেডিক্যাল বোর্ড

এদিন সকালেই নিউটাউনের এক বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ৭০ বছরের এক বৃদ্ধ। পুলিস জানায়, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এর আগেও একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি। শেষ পর্যন্ত এদিন আর শেষরক্ষা হয়নি। নিজের ফ্ল্যাট থেকে মরণঝাঁপ দেন ওই বৃদ্ধ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39