কলকাতা: সিপিএম (CPM) এজেন্টকে (Agent) হুমকি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘোলা মুড়াগাছা (Muragachha) এলাকায় তেঘরিয়া শশীভূষণ হাই স্কুলের ২২০ নম্বর বুথের সিপিএম এজেন্ট মৃত্যুঞ্জয় কুড়িকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে আক্রমণ করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার সকাল ১০ টার পর ঘটনার খবর পেয়ে সিপিআইএমের বুথ এজেন্টের বাড়িতে গিয়ে তাঁকে নিয়ে বুথের পথে রওনা দেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী।
এদিন ভোটগ্রহণের পর থেকেও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে। কোথাও ইভিএম জলে ফেলে দেওয়া, কোথাও বুথ এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ সামনে এসেছে। কোথাও সিপিএম তৃণমূল কোথাও তৃণমূল আইএসএফ সংঘর্ষের খবর সামনে এসেছে। সিপিএমের অভিযোগ, তাদের এজেন্টদের ক্রমাগত হুমকির মধ্যে পড়তে হচ্ছে।
আরও পড়ুন: ভোটের দিন বসিরহাটে ২২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, আটক ৮
আরও খবর দেখুন