কলকাতা: রক্ষকই ভক্ষক। কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টরের কুপ্রস্তাব অভিযোগকারীকে। অভিযোগকারী ওই মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগে সাসপেন্ড করা হল হরিদেবপুর থানার এসআই আইনুল হক-কে। সোমবার একটি অভিযোগের ভিত্তিতে যান ওই এসআই। সেখানই কুপ্রস্তাব দেন এসআই আইনুল হক। তড়িঘড়ি ১০০ নম্বরে ডায়াল করে লালবাজারে ফোন করেন বলে দাবি ওই গৃহবধূর। বিভাগীয় তদন্ত করে এসআই আইনুল হককে সাসপেন্ডের নির্দেশ। ওই সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে লালবাজার।
সূত্রের খবর, হরিদেবপুর এলাকায় এক মহিলা বেশকিছুদিন আগে পারিবারিক অশান্তির কারণে একটি অভিযোগ জানাতে থানাতে যান। কিন্তু সেই সময় হরিদেবপুর থানার ডিউটি অফিসার না থাকায় এসআই আইনুল হক তাঁর ফোন নম্বর ও ঠিকানা লিখে নেন। অভিযোগ, এরপর থেকেই এসআই আইনুল হক ওই মহিলাকে ফোন করতে থাকেন। এমনকী একাধিকবার তাঁকে বাইরে কোথাও দেখা করার প্রস্তাবও দেন ওই এসআই। সোমবার ওই মহিলার অভিযোগ সংক্রান্ত তথ্য নিতে বাড়িতে যান এসআই আইনুল। তখনই তাঁকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ।
আরও পড়ুন:Steve Jobs Sandal: বহু ব্যবহারে জীর্ণ একজোড়া চপ্পল বিক্রি হল ১.৭৭ কোটি টাকায়!
তড়িঘড়ি ১০০ নম্বরে ডায়াল করে লালবাজারে ফোন করেন ওই মহিলা। পাশাপাশি লালবাজারে একটি লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত আইনুলকে সাসপেন্ড করা হয়েছে লালবাজারের তরফে।