দেশের সফল মহিলা বক্সারদের কাউন্টডাউন শুরু হয়ে গেল। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী লাভলিনা বর্গোহাইন সমেত বাকি বক্সারদের ইন্টারন্যাশানাল প্রতিযোগিতার লড়াই শুরু হতে যাচ্ছে।৮ মে শুরু হচ্ছে আইবিএ(IBA)মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। মরসুমের প্রথম বড় লড়াইয়ের অপেক্ষায়।
বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া(BFI)এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে ভারতীয় দলের বক্সারদের ট্রেনীং ক্যাম্পের ব্যবস্থা করেছে। তা আবার বিদেশের মাটিতে। ইস্তানবুলে, তুর্কিতে। সেখানেই বসবে বিশ্ব বক্সিংয়ের আসর। এই টুর্নামেন্টের বক্সাররা এখন নয়া দিল্লিতে শিবিরে প্রস্তুতি সারছে কোচ ভাস্কর ভাটের তত্বাবধানে। সঙ্গে অবশ্য অন্য কোচরাও আছেন। ফেডারেশনের এই প্রস্তাব এখন সাইয়ের সবুজ সংকেতের অপেক্ষায়। ইস্তানবুলে, তুর্কিতে টানা প্রস্তুতি শিবির শেষ হওয়ার দুইদিন পরেই টুর্নামেন্ট শুরু হবে।
#BreakingNews | Indian boxing star MC Mary Kom to skip world championships and Asian Games to make way for the young generation, Boxing Federation of India (BFI) said in a statement.#sundayvibes #SportsNews #SportsUpdate #boxingnews #boxing pic.twitter.com/yhhDReCJt5
— First India (@thefirstindia) March 6, 2022
এই টুর্নামেন্টের জন্য ভারত পাঠাচ্ছে ১৩ জন বক্সার। সিনিয়র লাভলিনা (৭০ কেজি)আর পূজা রানী (৮১কেজি)দলে আছেন। ইস্তানবুলে বেশি দিনের এই প্রস্তুতি শিবির দলের কাজে লাগবে। আন্য দেশের বক্সাররাও আগে সেই দেশে পৌঁছে যাচ্ছে। তাঁদের সঙ্গে লড়াই করে নিজেদের আরও শানিয়ে নিতে চান ভারতীয় বক্সাররা।
https://t.co/2E9i9u00rT
AIBA Women‘s World Boxing Championships postponed until March 2022#AmateurBoxing #AIBA #WomensWorldBoxingChampionships#boxe #fightnews #boxning #boksning #boxing #boxingworld #boks #box #boksen #boxingnews #boxeo #boxennews #boxen #ボクシング #boxen247— Boxen247.com (@boxen247) November 11, 2021
ফেডারেশন মেয়েদের জন্য বিদেশি কোচের খোঁজও করছে। ইতিমধ্যে ১৫ জন আবেদন করেছেন। এঁদের মধ্যে এমন কয়েকজন আছেন, যাঁরা বিভিন্ন সময় বিশ্বের অনেক বক্সারদের বিশ্ব পর্যায়ের টুর্নামেন্টে খেতাব জিততে সাহায্য করেছেন।
ছবি: সৌ-টুইটার।