কলম্বো: তিনদিন আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে৷ জনরোষ থেকে বাঁচতে সপরিবারে আশ্রয় নেন নৌ-সেনা ঘাঁটিতে৷ এরপরই তাঁর দেশ ছেড়ে পালানোর তীব্র জল্পনা তৈরি হয়৷ কিন্তু বৃহস্পতিবার সেই পরিকল্পনায় জল ঢেলে দিল শ্রীলঙ্কার আদালত৷
পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর সহযোগীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত৷ বৃহস্পতিবার কলম্বোর আদালত জানিয়েছে, রাজাপক্ষে ও তাঁর ছেলে নমল এবং ১৫ জন সহযোগী দেশ ছাড়তে পারবে না৷ পাশাপাশি আদালত পুলিসকে সোমবারের সরকার বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে আন্দোলনকারীদের উপর হিংসাত্মক হামলার তদন্তের নির্দেশ দিয়েছে৷ সেদিনের হিংসাত্মক ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন বহু৷
এদিকে মাহিন্দা রাজাপক্ষের ছেড়ে যাওয়া গদিতে বসতে চলেছেন ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে৷ শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি৷ আজ, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬ টায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বুধবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেখানেই সিদ্ধান্ত হয়েছে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রনিল।
সোমবার মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনিবার্য হয়ে যায়। তবে কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে বিভক্ত হয়ে পড়ে রাজনৈতিক দলগুলি। এর পরই তড়িঘড়ি রনিল বিক্রমাসিংহে সঙ্গে বৈঠক করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। আজ শপথগ্রহণের পর কলোম্বোর একটি মন্দির পরিদর্শন করবেন রনিল। এর পরই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আরও পড়ুন: Ranil Wickremesinghe: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন রনিল বিক্রমসিঙ্ঘে