Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBowbazar: বউবাজারে ফিরে এল ২০১৯ সালের ভয়াবহ স্মৃতি

Bowbazar: বউবাজারে ফিরে এল ২০১৯ সালের ভয়াবহ স্মৃতি

Follow Us :

কলকাতা: মেট্রোরেলের কাজ চলাকালীন ফের বাড়িতে ফাটলের জেরে দিশাহীন বউবাজারের দুর্গা পিটুলি লেনের বাসিন্দারা। বৃহস্পতিবার মেট্রোরেল কর্তৃপক্ষ ও কেএমআরসিএলের আধিকারিকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা।
অভিযোগ, কেএমআরসিএল অফিসাররা আসেন ঘটনার অনেক পরে। বুধবার ফাটল ধরার পরই ঘটনাস্থলে হাজির হন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। আসেন পুলিস অফিসাররাও। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি স্থানীয় বাসিন্দাদের আস্বস্ত করেন।
২০১৯ সালের ৩১ আগষ্ট রাতে আচমকাই ফাটল ধরেছিল দুর্গা পিটুলি লেনের অন্তত ৩০টি বাড়িতে। প্রায় তিন বছর পর বুধবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সেই দুর্গা পিটুলি লেনেই। মেট্রোর কাজ চলাকালীন সকালেই একটি বাড়িতে প্রথম ফাটল ধরা পড়ে। তখনই আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। রাতে একের পর এক ১০টি বাড়িতে ফাটল দেখা যায়। খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়। আতঙ্কে বাসিন্দারা হাতের সামনে যা পেয়েছেন, তা নিয়েই বাড়ি ছাড়তে শুরু করেন। অভিযোগ উঠেছে, খবর পেয়েও মেট্রো কর্তৃপক্ষ এবং কেএমআরসিএলের অফিসার ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন অনেক পরে। অবশ্য তাঁরাই বাসিন্দাদের স্থানীয় কিছু হোটেলে থাকার ব্যবস্থা করেন। গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে উত্তেজনা ছিল। মাঝ রাতেও অনেককে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: North Bengal KPP: উত্তরবঙ্গ জুড়ে কেপিপি’র অবরোধ, মালদহে পুলিসের লাঠিচার্জ

এদিন বউবাজারের যান কেএমআরসিএলের ইঞ্জিনিয়াররা। যেসব বাড়িতে ফাটল দেখা গিয়েছে, সেগুলি পরিদর্শন করেন তাঁরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়। দুর্ঘটনা ঘটলেও মেট্রোর কাজ স্বাভাবিক ভাবেই চলবে বলে জানান কেএমআরসিএলের জেনারেল ম্যানেজার এ কে নন্দী। ২০১৯ সালে যাঁদের বাড়ি ভেঙেছিল, তাঁদের মধ্যে অনেকে এখনও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। আবার অনেকে পুরনো আস্তানা ছেড়ে নতুন জায়গায় চলে গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular