skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাSaurav Ganguly: সৌরভকে বোর্ড সভাপতি পদ থেকে সরানো নিয়ে হাইকোর্টে জনস্বার্থ...

Saurav Ganguly: সৌরভকে বোর্ড সভাপতি পদ থেকে সরানো নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Follow Us :

 ৪ নভেম্বর, কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেআইনিভাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদ থেকে সরানো হয়েছে এই দাবি করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। এই মামলাটি শুক্রবার করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার। ওই আইনজীবীর বক্তব্য, সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল ২০২৫ সাল পর্যন্ত সভাপতি পদে সৌরভ ও সচিব জয় শাহ স্বপদে বহাল থাকবেন। অথচ সৌরভকে সরে যেতে হল এবং জয় শাহ স্বপদে বহাল রয়েছেন। কেন সৌরভকে তবে সরানো হল?
তিনি প্রশ্ন তোলেন, সৌরভ গাঙ্গুলি বাংলার প্রাক্তন ক্রিকেটার। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। এটা বাংলার অপমান। এর পিছনে কি কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? 
এরপর কী হতে পারে? 
আইনজীবীর বক্তব্য, বিসিসিআই মামলা করেছিল সুপ্রিমকোর্টে। সেখানে  হেরে যাওয়ার পর তারা হাইকোর্টে এসে বলতে পারে এটা হাইকোর্টের এক্তিয়ারভুক্ত মামলা নয়। কিন্তু, এই ব্যাপারে তাদের হাইকোর্টে এসে জবাবদিহি করতে হবে!আদালত কমিটি গঠন করে তদন্ত করুক। আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন DA Case: মহার্ঘ ভাতা মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

উল্লেখ্য, গত ১১ অক্টোবর বোর্ড সভাপতি পদ থেকে আচমকা সরিয়ে দেওয়া হয় সৌরভকে। সেসময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌরভের হয়ে ব্যাট ধরেছিলেন। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন সৌরভকে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চ আইসিসিতে পাঠানো হোক। কিন্তু, সেখানে তাঁকে প্রতিনিধি করা হয়নি। বোর্ড সভাপতি সৌরভকে নিয়ে বড় কোনও বিতর্কও হয়নি। তাহলে কী এমন হল যে আকস্মিকভাবে সৌরভকে সরিয়ে দেওয়া হল। যদিও শোনা যায়, সৌরভকে আসন্ন আইপিএল কমিটির চেয়ারম্যান করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, নাকের বদলে নড়ুন নিতে চাননি সৌরভ। পরে সিএবি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াব বলেও প্রতিদ্বন্দ্বিতা করেননি। সভাপতি হয়েছেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। 

RELATED ARTICLES

Most Popular