skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাWeather Update: ভোর ও সন্ধ্যায় বঙ্গে শীতের আমেজ, কবে শীত, জেনে নিন

Weather Update: ভোর ও সন্ধ্যায় বঙ্গে শীতের আমেজ, কবে শীত, জেনে নিন

Follow Us :

কলকাতা: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে সেভাবে শীত না পড়লেও ভোর ও সন্ধ্যায় শীতের আমেজ বেশ টের পাচ্ছেন বঙ্গবাসী। আগামী কয়েক দিন এই শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

অক্টোবরের শেষ সপ্তাহে রেকর্ড তাপমাত্রা কমে গিয়েছিল। গত শনিবার তাপমাত্রা কমে পৌঁছয় ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রির কম। তবে হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রার কমবে। তবে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ভোর ও সন্ধ্যায় শীতের আমেজ ভালোই টের পাচ্ছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের গরমের আমেজ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:Saurav: সৌরভকে বোর্ড সভাপতি পদ থেকে সরানো নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন শহরের আকাশ হালকা মেঘচ্ছন্ন থাকবে। তবে কুয়াশা পড়বে না। কিন্তু দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। কিন্তু, তার জেরে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

RELATED ARTICLES

Most Popular