বালি: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে বলে পিপলস লিবারেশন আর্মিকে বার্তা দিয়েছেন। তা নিয়ে দুদিন ধরে আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তারই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শি জিনপিংয়ের আগামী সপ্তাহে একান্ত আলোচনার খবর সামনে এল। সাম্প্রতিক তিক্ততা ভুলে ইন্দোনেশিয়ার বালিতে ইতিহাস তৈরি হতে পারে ১৪ নভেম্বর। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের (white house) প্রেস সেক্রেটারি দুই রাষ্ট্রনেতার বৈঠকের একথা জানিয়েছেন। তারই মধ্যে এক টেবিলে বসার বিষয়ে আমেরিকা জানিয়েছে, এই বৈঠকেই দূর হবে দু’দেশের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি। তবে এই নিয়ে চীনের পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
আরও পড়ুন: JNU Clash: ফের ছাত্র সংঘর্ষে উত্তপ্ত জেএনইউ
জি-২০(g 20) মহা বৈঠকে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে যাচ্ছেন দুই রাষ্ট্রনেতা। সেখানেই মুখোমুখি বসতে চলেছেন বাইডেন-জিনপিং। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতা সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। সম্প্রতি আমেরিকার সংসদের হাউস অফ কমন্সের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের ফলে মার্কিন- চীন সম্পর্কের অবনতি হয়। চীন এই সফরের বিরোধিতা করেছিল। তা সত্ত্বেও সেখানে গিয়েছিলেন ন্যান্সি (naci Pelosi)। তা নিয়ে চীন সীমান্তে সামরিক মহড়া শুরু করে। চীন তাইওয়ানকে (Taiwan) তাঁদের দখলে রাখতে চায়। নিজেদের বলে দাবি করে আসছে। তা নিয়ে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃতীয়বারের জন্য কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ পদে বসে এখন ক্ষমতায় জিনপিং। এখন তাঁদের মধ্য কী আলোচনা হয় তা দেখার জন্য মুখিয়ে রয়েছে সারা বিশ্ব।
উল্লেখ্য, জি-২০ যোগ দিতে বালিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। সেখানে দুদিনের সফর রয়েছে তাঁর। উন্নত ও উন্নয়নশীল দেশগুলির খুব গুরুত্বপূর্ণ মঞ্চ জি-২০।