skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeদেশKashi Vishwanath-Gyanvapi mosque case: জ্ঞানবাপী মসজিদের সুরক্ষার মেয়াদবৃদ্ধি নিয়ে আজ শুনানি সুপ্রিম...

Kashi Vishwanath-Gyanvapi mosque case: জ্ঞানবাপী মসজিদের সুরক্ষার মেয়াদবৃদ্ধি নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে

Follow Us :

নয়াদিল্লি: কাশী বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপী মসজিদ (Kashi Vishwanath-Gyanvapi mosque case) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি মামলার শুনানি হবে আজ, শুক্রবার, দুপুর ৩টে নাগাদ। এই চত্বরকে সুরক্ষিত রাখার সময়সীমা বৃদ্ধির জন্য একটি আবেদন করা হয়েছিল সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice of India D Y Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চকে আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন আবেদনে জানিয়েছেন ১৭ মে-র অন্তর্বর্তী নির্দেশ শেষ হচ্ছে আগামী ১২ নভেম্বর। তাই মন্দির-মসজিদ চত্বরে যেখানে শিবলিঙ্গ (Shivling) রয়েছে বলে হিন্দু মামলাকারীদের দাবি, তা সুরক্ষিত রাখার নির্দেশের দিন পেরিয়ে যাবে। সুতরাং, পূর্ববর্তী নির্দেশের সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতে।

জৈন আদালতে আরও জানিয়েছেন, ৫ হিন্দু মহিলার আবেদনের বিরোধিতা করে মসজিদ কমিটির মামলা খারিজ করেছে বারাণসী আদালত। ওই ৫ মহিলা জ্ঞানবাপী মসজিদ চত্বরে প্রথামাফিক বছরভর পূজার্চনার অধিকার দাবি করেছিলেন। একে চ্যালেঞ্জ করে মসজিদ কমিটি আদালতে বলেছিল, ১৯৪৭ সালের ১৫ অগাস্টের পর কোনও প্রার্থনাস্থলের চরিত্রগত পরিবর্তন করা আইনবিরোধী। ১৯১৯ সালের প্রার্থনাস্থল আইন অনুসারে তা করা যায় না।

আরও পড়ুন: Ghatal Tmc: জনসভায় মহিলারা কম কেন? লক্ষ্মী ভান্ডার বন্ধে জানাবো দিদিকে

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, বিষয়টি শুক্রবার দুপুর ৩টের সময় শুনানি হবে। প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদের বাইরের দেওয়ালে মা শৃঙ্গারগৌরী স্থল রয়েছে। যা হিন্দু মহিলাদের কাছে নিত্যপূজার জায়গা বলে আদালতে আবেদনে জানান ৫ মহিলা। এর ভিত্তিতে বারাণসী আদালত ৮ এপ্রিল একজন অ্যাডভোকেট কমিশনারকে ওই চত্বর পরিদর্শনের নির্দেশ দেয়। ভিডিয়োগ্রাফি করে রিপোর্ট জমা দিতে বলে আদালত।

একেই চ্যালেঞ্জ করে মসজিদ কমিটি এলাহাবাদে হাইকোর্টে আপিল করে। যা গত ২১ এপ্রিল খারিজ হয়ে যায়। মসজিদ কমিটি তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মে মাসে এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, সেই জায়গাটি সুরক্ষিত রাখতে হবে। এ নিয়ে জেলাশাসককে নির্দেশ দেয় আদালত। 

RELATED ARTICLES

Most Popular