পেনম পেন: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মিডটার্ম ভোটে (Midterm Elections) সেনেটে জিতে যারপরনাই খুশি প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। কম্বোডিয়া রাজধানী পেনম পেনে সাংবাদিকদের কাছে সেই খুশি প্রকাশ করে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে বৈঠকের আগে এই জয় তাঁর হাত শক্ত করল। শনিবার জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি সেনেটে নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
মিডটার্ম ভোটের ফলে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রিপাবলিকান পার্টি (Republican Party) কংগ্রেসের (US Congress) দুই সভায় বিরাট ফল করবে বলে যে আশা ছিল, তাতে জল ঢেলে দিয়েছে ডেমোক্র্যাটরা। নেভাডায় (Nevada) সেনেটের দৌড়ে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কোর্তেজ মাস্তো সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫০টি আসনই এনে দিয়েছেন। তারপরই বিদেশ সফরে থাকা প্রেসিডেন্ট তেড়েফুঁড়ে আক্রমণ করেছেন রিপাবলিকানদের।
দলের জয়ে তিনি খুব খুশি হয়েছেন, একথা জানিয়ে বাইডেন বলেছেন, রিপাবলিকান পার্টি এখন ঠিক করুক ওরা কে? আমি জানি আমি শক্তিশালী হয়ে ফিরে আসছি। আমার খুব আনন্দ হচ্ছে। আগামী ২ বছরের দিকে তাকিয়ে এগিয়ে চলব। প্রসঙ্গত, আমেরিকার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের ৪ বছরের মেয়াদকালের মধ্যবর্তী ২ বছরের মাথায় এই মিডটার্ম ভোট হয়। যেখানে সাধারণ নির্বাচনের মাধ্যমে মার্কিন মুলুকের জনপ্রতিনিধিসভার ৪৩৫টি আসন এবং সেনেটের ১০০টি আসনের ৩৪টিতে ভোট হয়। এর সঙ্গেই ৫০টি প্রদেশের ৩৪টিতে গভর্নর নির্বাচিত হন এই ভোটে।
প্রসঙ্গত, আগামী সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক আছে মার্কিন প্রেসিডেন্টের। দ্বিতীয় ঠান্ডাযুদ্ধের আবহে দুই মহাশক্তিধর রাষ্ট্রনেতার এই বৈঠককে ঘিরে জোর জল্পনা চলছে। ইন্দোনেশিয়ার মাটিতে তাঁদের বৈঠক এমন এক পরিবেশে হতে চলেছে যেখানে তাইওয়ান নিয়ে অতি সম্প্রতি দুই দেশের তিক্ততা চরমে উঠেছিল। সেই কথা মাথায় রেখেই বাইডেন নিজের দেশে দলের জয়ে মনোবলে এগিয়ে থাকবেন বলে অনেকে মনে করছেন।
বাইডেন বলেছেন, এখন তাঁর নজর রয়েছে জর্জিয়ার দিকে। রাজনৈতিক ধারাবাহিকতা অনুযায়ী মিডটার্ম ভোট ক্ষমতাসীন দলের বিরুদ্ধে যায়। বিশেষত এবার আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বাইডেনের জনপ্রিয়তা টলমল থাকায় আশা করা গিয়েছিল রিপাবলিকানরা লাল ঝড় তুলে দেবে কংগ্রেসের দুই কক্ষেই। শেষমেশ তা না হওয়ায় দৃশ্যতই খুশি বাইডেন।