মুম্বই: আমেরিকা থেকে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁকে সপরিবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল বৃহস্পতিবার (২৫ জুলাই)। অল্প কিছুদিন পরেই আবার শ্রীলঙ্কায় (Sri Lanka) উড়ে যাবেন বিশ্বজয়ী অধিনায়ক, খেলবেন তিন ম্যাচের ওডিআই সিরিজ।
২৯ জুন টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পর দেশে ফিরে সাড়ম্বরে সেলিব্রেশন করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর দু’ সপ্তাহের জন্য ছুটি কাটাতে মার্কিন মুলুকে পাড়ি দেন রোহিত। সেখানে অবশ্য বেশ কিছু ইভেন্টে যোগ দিতে হয় তাঁকে। ওইরকম ইভেন্টেই তিনি বলে দেন, আরও কিছুদিন খেলতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: হাবাসকে কোচ করে চমকে দিল আই লিগের দল!
Cutiessss Back ???✨..!!#RohitSharma? #RitikaSajdeh pic.twitter.com/IHLJWh6daN
— Neha_love._.45? (@NehaDubey187150) July 25, 2024
আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন রোহিত। ফলে ২৮ জুলাই শুরু হতে চলা টি২০ সিরিজে তাঁকে দেখা যাবে না। রোহিত দলের সঙ্গে যোগ দেবেন ওডিআই সিরিজের আগে। সেই সিরিজের প্রথম ম্যাচ ২ অগাস্ট। তিনটে ম্যাচই কলম্বোয় আয়োজিত হবে। এদিকে ২৮ জুন জাতীয় দলের হেড কোচ হিসেবে প্রথম ম্যাচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা।