Tuesday, August 26, 2025
Homeবিনোদনআমির খান কি এবার বড় পর্দায় 'মহাভারত' এর শ্রীকৃষ্ণ!

আমির খান কি এবার বড় পর্দায় ‘মহাভারত’ এর শ্রীকৃষ্ণ!

ওয়েব ডেস্ক: ছোট পর্দায় ‘মহাভারত'(Mahabharat) এর সাফল্য ভারতীয় দর্শকদের স্মরণে আজীবন থেকে যাবে। সেই ‘মহাভারত’কে বড়পর্দায় নিয়ে আসার দীর্ঘদিনের স্বপ্ন বলিউডের আইকন আমির খানের(Aamir Khan)। মহাভারতকে বড়পর্দায়(Mahabharata adaptation) নিয়ে আসার দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তাঁর। সম্প্রতি তিনি এই প্রকল্পের বিশালতা এবং কেন এটি তার হৃদয়ের এত কাছাকাছি রয়েছে তা নিয়ে খোলামেলা কথা বলেছেন। আপনি বলেছেন মহাভারত তৈরি করাটা আমার কাছে একটা স্বপ্ন কিন্তু তার মানে এই নয় যেটা খুব সহজ কাজ। এই প্রকল্পের বিশালতা সম্পর্কে আমার সম্যক ধারণা আছে। মহাভারত আপনাকে কখনো নিরাশ করবে না…

আরও পড়ুন:‘অপারেশন সিঁদুর’ এর মাঝে কিং খান-দিলজিতের প্রশংসা করে তোপের মুখে পাক ফ্যাশন ডিজাইনার!

যদিও তিনি বিনীতভাবে স্বীকার করেছেন যে কবে তার এই স্বপ্ন পূরণ হবে তা তিনি নিজেও জানেন না।
মহাভারতে তিনি ঠিক কোন চরিত্রটি করতে বেশি আগ্রহী এই প্রশ্নের উত্তরে আমির বলেন,’মুঝে কৃষ্ণ-কা কিরদার বহুতি প্রভাবিত করতা হ্যায়’ অর্থাৎ মহাভারতে তিনি কৃষ্ণের(Lord Krishna) চরিত্রটি করতে বেশি আগ্রহী। তিনি বলেন,’মহাভারতে কৃষ্ণের চরিত্রটি আমাকে গভীরভাবে নাড়া দেয়, এই চরিত্রটি আমি সত্যিই ভালোবাসি’।


তাই আমি যথেষ্ট সাবধানে এই প্রোজেক্ট নিয়ে কাজ করছি। আমার বর্তমান ছবিটি মুক্তি পেলে তারপর মহাভারত নিয়ে কাজ হয়তো শুরু করতে পারব। প্রসঙ্গত, এই মুহূর্তে তিনি ‘সিতারে জামিন পার’ ছবি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন।

Read More

Latest News