Sunday, October 26, 2025
HomeScrollআন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ দিল্লিতে, উদ্ধার ৬ সদ্যোজাত
Child Trafficking Gang Delhi

আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ দিল্লিতে, উদ্ধার ৬ সদ্যোজাত

পাচারকারী দলটি দিল্লি ও তার আশেপাশের রাজ্যে নেটওয়ার্ক তৈরি করেছে

ওয়েবডেস্ক- এক বড়সড় পাচারচক্রের হদিশ পেল দিল্লি পুলিশ (Delhi Police)।  গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে ৬ শিশুকে (New Born) উদ্ধার করেছে পুলিশ। এদের সকলের বয়স এক বছরের কম। পাচারকারী দলটি দিল্লি ও তার আশেপাশের রাজ্যে এই কাজ করত। শিশুদের চুরি করে অথবা পরিবারকে টাকা দিয়ে পাচার করার দিয়ে পাচার করার কাজ চালাত তারা।

পুলিশ একটি বড়সড় অভিযান চালিয়ে আন্তঃরাজ্য পাচার চক্রটি (Child Trafficking Gang) গ্রেফতার করেছে। এই দলের সঙ্গে যুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬টি সদ্যোজাত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই দলটি দিল্লি সহ তার আশেপাশের রাজ্যে কাজ করত। এদের টার্গেট থাকত গরিব পরিবারগুলি। টাকার লোভ দেখিয়ে তাদের থেকে তাদের কাছ থেকে সন্তান কিনে নিত।

আরও পড়ুন- সন্ত্রাসী ষড়যন্ত্রের তদন্তে NIA-র বড় অভিযান!

আবার হাসপাতালগুলির সঙ্গেও যোগসাজশ করে কাজ কারবার চালাত। এক কথায় গরিব পরিবারগুলিকে শোষণ করত তারা। নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পরেই একটি ৬ মাসের শিশু সহ একে একে বাকিদের উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা গেছে যে এই চক্রটি দীর্ঘ সময় ধরে কাজ করছে, একটি সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে তুলেছে বিভিন্ন রাজ্যে।

দেখুন আরও খবর-

Read More

Latest News