ওয়েব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের পিকক থিয়েটারে গতকাল অনুষ্ঠিত হলো প্রাইম টাইম অ্যামি অ্যাওয়ার্ড(Prime Time Emmy Awards 2025)এর ৭৭ তম আসর। এবারে আসরে ১৩ টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্যা স্টুডিও'(The Studio)। উল্লেখ্য এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কার রয়েছে। সেরা ড্রামা সিরিজ পুরস্কার পেয়েছে ‘দ্য পিট'(The Pit)।
আরও পড়ুন:পুজোর আগেই বড় বিপাকে মিমি! ইডি দফতরে তলব অভিনেত্রীকে
অন্যদিকে মাত্র ১৫ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপার(Owen Cooper)নেটফ্লিক্সের ব্রেকআউট ড্রামা ‘অ্যাডোলেসেন্স'(Adolescence)- এ জেমি মিলারের চরিত্রে অভিনয় করে সহ-অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। কুপার কয়েক দশকের পুরনো রেকর্ড ভেঙেছেন। অভিনয় বিভাগে সবচেয়ে কম বয়সি পুরুষ অভিনেতা হিসেবে অ্যামি(Emmy Award) জয়ের ইতিহাস তৈরি করলেন কুপার। কুপারের এই জয় আরো বিশেষ কারণে আলোচনায় উঠে এসেছে যে তিনি যাদের সঙ্গে মনোনীত হয়েছিলেন তাদের মধ্যে ‘অ্যাডোলেসেন্স’ ছবির সহ অভিনেতা অ্যাশলে
ওয়াল্টার্সের পাশাপাশি ভাস্কার জয়ী জেভিয়ার বারডেম ছিলেন।
মঞ্চে উঠে ১৫ বছরের কুপার আবেগতাড়িত হয়ে মা-বাবা এবং তার ছবির পুরো টিমকে ধন্যবাদ জানান। মঞ্চে যখন কুপার ওঠেন তখন চারিদিক থেকে হাততালির ঝড় উঠে।
Not me tearing up 🥹 He has become the youngest male actor ever to win an Emmy! Playing one of the most multi layered characters and he did it brilliantly. So well deserved, do not miss on this drama #Emmys #OwenCooper #Adolescence pic.twitter.com/l5FaoE6CWe
— ⟬⟭ ⟭⟬⁷ (@Jasparina7) September 15, 2025
Not me tearing up 🥹 He has become the youngest male actor ever to win an Emmy! Playing one of the most multi layered characters and he did it brilliantly. So well deserved, do not miss on this drama #Emmys #OwenCooper #Adolescence pic.twitter.com/l5FaoE6CWe
— ⟬⟭ ⟭⟬⁷ (@Jasparina7) September 15, 2025