নদীয়া: গ্যাস গোডাউনের সামনে মাত্র কয়েকটি পরিবারের বসবাস (District News)। তবু সেই এলাকায় “আমার পাড়া, আমার সমাধান” প্রকল্পের আওতায় নিকাশি ব্যবস্থা মঞ্জুর হয়েছে। আর সেই নিয়েই রাজনৈতিক তরজায় উত্তাল নদীয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) পুর এলাকা।
বিরোধী দলের নেতা ও সিপিআই(এম)-এর সৌমেন মাহাতো অভিযোগ করেছেন, ভেটিং দেখিয়ে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে, যেখানে প্রকৃত প্রয়োজন নেই। তাঁর দাবি, “পুরসভার কাজ এখন সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবে চলছে। সাধারণ মানুষ ভয় পাচ্ছেন শাসক দলের বিরুদ্ধে কিছু বলতে।”
আরও পড়ুন: বাড়ছে শিলাবতী নদীর জল, প্লাবিত ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড
এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর রূপা ঘোষ করের প্রতিনিধি সঞ্জয় কর বলেন, “ভয় নয়, এটা ভরসা। এলাকায় মাত্র কয়েকটি পরিবার থাকলেও প্রকল্পটি দুই ওয়ার্ডের সংযোগস্থলে। অভিযোগকারী নেতার দিদিও সেখানে থাকেন। উনি ১৫ বছর কাউন্সিলর ছিলেন, কিন্তু তখন এই কাজ করেননি—হয়তো ভোটের স্বার্থে। আমাদের মুখ্যমন্ত্রী কখনও এমন শিক্ষা দেন না।”
দু’পক্ষের এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে শান্তিপুরে। সাধারণ মানুষের দাবি, উন্নয়নের কাজ যাতে রাজনৈতিক দ্বন্দ্বে আটকে না যায়, সে দিকেই নজর দিক প্রশাসন।
দেখুন আরও খবর: