ওয়েবডেস্ক: আটকে থাকা কেন্দ্রীয় বরাদ্দ (Central Allocation) পেল রাজ্য (State)। ২০২৫ – ২৬ (2025-26) অর্থ বর্ষের পঞ্চদশ অর্থ কমিশনের (Fifteenth Finance Commission) প্রথম কিস্তি টাকা কেন্দ্র দিল রাজ্যকে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কেন্দ্র আটকে রেখেছিল। রাজ্য যোগ্যতা অর্জন করতে পারিনি বলে চলতি অর্থ বর্ষের এই টাকা কেন্দ্র আটকে রেখেছিল।
১ কোটি টাকা পেনাল্টি ও এর জন্য দিতে হয়েছে রাজ্যকে। সব তথ্য দিল্লিতে গিয়ে দিয়ে এসেছিলেন রাজ্যের প্রতিনিধিরা। অবশেষে এই এই তহবিলের ৬৮০ কোটি টাকা কেন্দ্র দিল রাজ্যকে। ত্রিস্তরীয় পঞ্চায়েত এর একাধিক পরিকাঠামো নির্মাণে এই টাকা ব্যবহার করা হয়। রাজ্য সরকার দ্রুত এই টাকা ছাড়ার জন্য কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন করেছিল। অবশেষে টাকা দিল কেন্দ্র।
আরও পড়ুন- কলকাতায় ধাপা এলাকায় গড়ে উঠবে প্রসেসিং প্লান্ট: ফিরহাদ হাকিম
২০২৫-২৬ অর্থবর্ষ শেষ হয়ে গেলে কেন্দ্রীয় সরকার আর পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দিতে পারবে না, দ্রুত সময় শেষ হয়ে আসছিল। ফলে রাজ্য কেন্দ্রের কাছে বার বার আবেদন জানায়। এই টাকা রাজ্যের কোষাগারের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ কেন্দ্রের আর্থিক সহায়তা না পেলে, রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি ব্যাহত হতে পারে।
দেখুন আরও খবর-