Wednesday, November 26, 2025
HomeBig newsসংবিধান দিবসের অনুষ্ঠানে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee

সংবিধান দিবসের অনুষ্ঠানে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেশে ধর্মনিরপেক্ষা ও গনতন্ত্র বিপন্ন: মুখ্য়মন্ত্রী

কলকাতা: রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। দেশে ধর্মনিরপেক্ষা ও গনতন্ত্র বিপন্ন, বলেন মুখ্য়মন্ত্রী। মমতা বলেন, স্বাধীনতার এত বছর পর নাগরিত্বের প্রমান দিতে হচ্ছে। নতুন করে প্রমান দিতে হচ্ছে আমরা ভারতীয়। সংবিধান দিবসে বিজেপিকে তুলোধনা মমতার।

সংবিধান দিবসে কেন্দ্রকে নিশানা মমতার। মমতা বলেন, সংবিধান রক্ষা করতে হবে। ২৯-এ ক্ষমতায় আসবে না বিজেপি সরকার। দেশে গনতন্ত্র ভূলুন্ঠিত। এখন নাকি সংসদে জয় হিন্দ, বন্দে মাতরম্ বলা যাবে না। ভোটের পর বিহারে ঝুট আর লুঠ। আজকের দিনে আমরা আম্বেদকরের সংবিধান মেনে চলব। যেকোনও মূল্যে সংবিধানে রক্ষা করার ডাক মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এসআইআর -র তথ্য সংশোধন করতে আধার কার্ড প্রয়োজন ! কী জানাল কমিশন

গতকাল এসআইআর -র প্রতিবাদে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক পথে বনগাঁ পৌঁছতেই একাধিক বিযয় নিয়ে সরব হন তিনি। কমিশন ও বিজেপিকে নিশানা করে একের পর এ তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এরপর বুধবার সকালে হতেই এক্স হ্যাণ্ডেলের পোস্টে সরব হয়েছেন মমতা। তার কিছুক্ষনের মধ্যেই রেড রোডে সংবিধান দিবসের অনুষ্ঠানে পৌছে যান তিনি।

দেখুন খবর:

Read More

Latest News