Saturday, December 6, 2025
HomeScrollইস্টবেঙ্গলের বড় লড়াই! চ্যাম্পিয়ন হওয়ার হুঙ্কার বিনোর
East Bengal

ইস্টবেঙ্গলের বড় লড়াই! চ্যাম্পিয়ন হওয়ার হুঙ্কার বিনোর

"চ্যাম্পিয়ন হতে এসেছি," দৃঢ় সুরে বললেন বিনোর

ওয়েব ডেস্ক: গোয়ার মাটিতে সুপার কাপের ফাইনালের (Super Cup Final) আগে ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ বিনোর আনুষ্ঠানিক হুঙ্কারে ফুটবল মহলে চাঞ্চল্য। “চ্যাম্পিয়ন হতে এসেছি,” দৃঢ় প্রতিজ্ঞার সুরে বললেন বিনো।

ইস্টবেঙ্গলের ফুটবলাররা ২০২৪ সালে সুপার কাপ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর। তাঁরা জানাচ্ছেন, এই যাত্রায় লক্ষ্য একটাই—ট্রফি জয়।

আরও পড়ুন: রোহিতের অনন্য ২০,০০০ রানের মাইলফলক!

অন্যদিকে, ইস্টবেঙ্গলকে সমীহ জানিয়েছেন প্রতিপক্ষ দলের কোচ মার্কেজ। তিনি স্বীকার করেছেন যে ইস্টবেঙ্গল একটি শক্তিশালী দল এবং তাদের হারানো সহজ হবে না। তবে মার্কেজের দলও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে।

ফাইনালের আগে দুই দলের প্রস্তুতিতে উত্তেজনা তুঙ্গে। ফুটবলপ্রেমীরা অধীর অপেক্ষায় দেখার জন্য কারা সুপার কাপের মুকুট ছিনিয়ে নেবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News