নয়াদিল্লি: মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ১১২টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৬টি আসন। কংগ্রেস ৮১টি আসনে অন্যান্য শূন্য। রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে বিজেপি এগিয়ে ৯৫টিতে। কংগ্রেস ৯৫টিতে। অন্যান্য ৪। সরকার গঠনের জন্য প্রয়োজন ১০০টি আসন। ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬টি আসন। সেখানে বিজেপি এগিয়ে ৩৭টি। কংগ্রেস ৪৭। অন্যান্য শূন্য। তেলঙ্গানায় মোট আসন ১১৯। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬০টি আসন। সেখানে কংগ্রেস সকলকে ছাপিয়ে ৫২টি আসনে এগিয়ে। মুখ্যমন্ত্রী কেসিআরের দল বিআরএস এগিয়ে ৩৬টিতে। বিজেপি একেবারে তলানিতে মাত্র ৫টি আসনে এগিয়ে। অন্যান্য ২টি আসনে এগিয়ে।
Html code here! Replace this with any non empty text and that's it.