কলকাতা: চলতি বছরেই কি বিলুপ্তির পথে হলুদ ট্যাক্সি? যত দিন গড়াচ্ছে ততই এই প্রশ্ন প্রকট হয়ে দাড়াচ্ছে। আসঙ্কা করা হচ্ছে, ধীরে ধীরে রাস্তা থেকে উধাও হতে চলেছে শহরের চেনা ছবি।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সূত্রের খবর, আগে কলকাতা শহরে চলত প্রায় আঠেরো হাজার ট্যাক্সি। কিন্তু কোভিডের পর থেকে সেই সংখ্যা এসে ঠেকেছে মাত্র ৬ হাজারে। মনে করা হচ্ছে, কোভিডের জেরে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। আর তখন থেকেই রমরমা বাড়ে অ্যাপ ক্যাবের। তখন থেকেই বিলুপ্তির পথে হাঠতে শুরু করে কলকাতার নস্টালজিয়া। কারণ হিসেবে জানা যাচ্ছে, লকডাউনের সময় বহু ট্যাক্সি মালিক গাড়ি বেচে দিয়ে অন্য ব্যবসায় যোগদান করেন।
আরও পড়ুন: বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে এবার বন্ধ ট্যুরিস্ট ভিসা
শুধুমাত্র তাই নয়, জানা যাচ্ছে বহু গাড়ির বয়স ১৫ বছরেরও বেশি বয়েস পেরিয়েছে। যার জেরে একের পর এক ট্যাক্সিতে দেখা দিচ্ছে সমস্যা। আর ইতিমধ্যেই নাকি কলকাতার এই চেনা হলুদ ট্যাক্সি আর তৈরি হচ্ছেনা। উৎপাদন কম হওয়ায় এবার রাস্তায় বিলুপ্তির পথে হলুদ ট্যাক্সি।
ইতিমধ্যেই পুরোপুরি যাতে হলুদ ট্যাক্সিকে বিলুপ্তির পথে না পাঠানও হয় এই দাবিতে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি লিখেছেন রাজ্যের ট্যাক্সি মালিক এবং শ্রমিক ইউনিয়নগুলি। তাদের দাবি, ১৫ বছরের নিয়ম মেনে যেমন পুরনো ট্যাক্সি বাতিল করা হবে ওই পারমিটেই নতুন গাড়ি নামাতে দেওয়া হোক। আর নস্টালজিয়াকে মাথায় রেখে সেই গাড়ির রং হলুদই রাখতে দেওয়া হোক। তাদের দাবি, মার্কেট ধিরে ধিরে গ্রাস করছে অ্যাপ-ক্যাব সংস্থাগুলি, যার জেরে সমস্যায় পড়ছে ট্যাক্সি চালকরা।
দেখুন অন্য খবর