দুর্গাপুরঃ লোহা পাচারের অভিযোগে এবার গ্রেফতার শাসক দলের দুই নেতা। দুর্গাপুরের ৩ নম্বর ব্লক সহ সভাপতি রিন্টু পাঁজা ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীকে গ্রেফতার করা হল। অভিযোগ শাসক দলের এই দুই নেতা জড়িয়ে ছিলেন লোহা পাচারের সাথে, সেই প্রেক্ষিতই এবার গ্রেফতার করা হল দুই নেতাকে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক করেন, সেখানে তিনি অভিযোগ তোলেন নিচুতলার পুলিশেরা ঘুষ খাচ্ছেন বলে। এমনকি তিনি এও বলেন কোনভাবে যদি কোন তৃণমূল নেতা জড়িত থাকেন কোন দুর্নীতির সাথে তাহলে সেই ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে বলে গতকালের বৈঠক থেকে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আর তারপরই আজ গ্রেফতার করা হল দুর্গাপুরের দুই তৃণমূল নেতাকে।
আরও পড়ুনঃ নিচুতলার পুলিশদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর! সাসপেন্ড বারাবনি থানার সাব-ইনস্পেক্টর
নিচুতলার পুলিশদের নিশানা করে গতকালই মুখ্যমন্ত্রী বলেন পুলিশদের একাংশ ঘুষ খাচ্ছে, এবং দলের নাম খারাপ হচ্ছে। আর এরপরই দেখা যায় তড়িঘড়ি সাসপেন্ড করা হয় আসানসোল-দুর্গাপুরের বারাবনি থানার ইনচার্জ, সাব-ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে। তারপর আজই গ্রেফতার করা হয় দুর্গাপুরের ৩ নম্বর ব্লক সহ সভাপতি রিন্টু পাঁজা । পাশাপাশি প্রাক্তন কউন্সিলার অরবিন্দ নন্দীকেও করা হল গ্রেফতার । জানা যাচ্ছে, আজই এই দুই ব্যক্তিকে তোলা হবে আদালতে।
দেখুন অন্য খবর