শহরের মানুষকে করোনা সংক্রমনের হাত থেকে বাঁচাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে সোমবার এক অভিনব উদ্যোগের সূচনা করা হল। কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) –এর উদ্যোগে ভবানীপুর থানা, এসএসকেএম হাসপাতাল ও ভবানীপুর এডুকেশন সোসাইটির যৌথ উদ্যোগে ভ্যাক্সিনেশন কর্মসূচির সূচনা করলেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র। করোনা নিয়ে চারপাশের এই অবস্থার মধ্যে পুলিশের তরফে ভ্যাকসিন দেওয়া হয় সাধারণ মানুষকে।
এসএসকেএম হাসপাতালের অধিকর্তা জানিয়েছেন, এদিন প্রায় ২৫০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। শহর কলকাতার বিভিন্ন প্রান্তে এ ধরনের ভ্যাক্সিনেশন প্রোগ্রামের আয়োজন করলে এসএসকেএমের মত সরকারি হাসপাতালগুলির পক্ষ থেকে ডাক্তার ও নার্স দিয়ে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।
শুধু আইনশৃঙ্খলা রক্ষা করাই নয়, আপদে-বিপদে সাধারণের পাশে দাঁড়ানোও পুলিশের কাজ। সে কথা স্মরণ করিয়ে দিয়ে সৌমেন বাবু জানান, ‘শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালের পক্ষ থেকেও যদি আগামী দিনে এ ধরনের টিকা করণের কর্মসূচি নেওয়া হয় তাহলে কলকাতা পুলিশের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হবে।’