নদিয়া: কালী প্রতিমা বিসর্জন (Immersion) শোভাযাত্রায় মদের ফোয়ারা! শোভাযাত্রার পাশ দিয়ে এক মহিলা পেরোনোর সময়, মদের বোতল ছিটকে মদ পড়ে মহিলার গায়ে। প্রতিবাদ করায় মহিলার সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর (Santipur) শ্যামবাজার এলাকায়।
গতকাল রাতে ঘটনাটি ঘটে শান্তিপুরে। মহিলার গায়ে মদ ছিটকে পড়ায় তিনি প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় শোভাযাত্রায় উপস্থিত সেই যুবক তার মুখে থাকা মদ ওই মহিলার গায়ে ছুড়ে দেয়। স্ত্রীর সম্মান বাঁচাতে প্রতিবাদে এগিয়ে আসেন মহিলার স্বামী। তিনি প্রতিবাদ জানালে ওই যুবক দম্পতিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে। মদের বোতল দিয়ে মারধর করা হয় প্রতিবাদি দম্পতির এক বন্ধুকেও।
কিন্তু প্রশ্ন উঠছে, শান্তিপুর পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনা কীভাবে ঘটলো? কালী প্রতিমার বিসর্জন শোভাযাত্রায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় দুই সিভিক ভলেন্টিয়ার। এলাকার যুবকদের মধ্যস্থতায় ঘটনার সাময়িক নিষ্পত্তি হয়। ঘটনার জেরে জখম দম্পতি এবং দম্পতির বন্ধুকে চিকিৎসার জন্য স্থানীয়দের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
আরও পড়ুন: দানার হানা কাটিয়ে উঠতেই ফের বঙ্গোপসাগর কাঁপাতে আসছে সাইক্লোন?
প্রতক্ষ্যদর্শীদের দাবি, গতকাল সন্ধ্যের পর শান্তিপুরে কালী প্রতিমা বিসর্জন শোভাযাত্রা শুরু হয়। সেই শোভাযাত্রার পাশ দিয়ে আনুমানিক রাত ১০ টা নাগাদ মোটরসাইকেল করে আক্রান্ত দম্পতি যাচ্ছিলেন। আর ঠিক তখনই ঘটে এই ঘটনা। স্থানীয়রাও দাবি করেন, বধূর মুখে ছুড়ে দেওয়া হয় মদ।
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূ। ঘটনার খবর সামনে আসার পরই, শান্তিপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে ওই বধূর সঙ্গে কথা বলে মামলা রুজু করে। ইতিমধ্যেই ঘটনার তদন্তভারে নেমেছে শান্তিপুর থনার পুলিশ। শুরু হয়েছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ পর্ব।
দেখুন আরও খবর: