বর্ধমান: যাত্রী বোঝাই বাসে ভয়াবহ আগুন (Fire)। মাঝরাতে দ্রুতগতিতে ছুটছিল বাসটি (Bus)। যাত্রীরাও (Passengers) তখন ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু আচমকাই বিকট শব্দ। বাসের পিছন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। শুরু হয় হুড়োহুড়ি। বাস থেকে দ্রুত নামতে থাকেন যাত্রীরা। রবিবার মধ্যরাতে চলন্ত বাসে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গোটা বাস। তবে আগুনে হতাহতের খবর নেই। বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের রেনেসাঁর কাছে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ৫০-৫৫ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দুমকার উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। পথে বর্ধমানের রেনেসাঁর কাছে আচমকাই বাসে একটি প্রচণ্ড শব্দ হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের পিছনের চাকা ফেটে যায়। তার থেকেই আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাসটি। ভয়ে-আতঙ্কে তাড়াহুড়ো করে যাত্রীরা নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে থাকেন। তবে যাত্রীদের ব্যাগপত্র ও বাসের ছাদে থাকা পণ্যসামগ্রী পুড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের ২টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোটা বাসটি ভস্মীভূত হয়ে যায়।
আরও পড়ুন:Kolkata Accident | রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ৪
বাসের এক যাত্রীর কথায়, বাসে পর পর দুটি টায়ার ফেটে ছিল। তার পর মুহূর্তেই আগুন ধরে যায়। আমাদের হাসপাতালের একটা টিম চলে এসেছিল। সব যাত্রীদের সুস্থ অবস্থায় উদ্ধার করা গিয়েছে। মাঝরাতে ঘটেছে বলে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিলই।