ডোমজুড়: অন্ধকার রাস্তায় পড়ে যুবতীর (Young Girl) রক্তাক্ত দেহ। ব্যাপক চাঞ্চল্য ডোমজুড়ের (Domjur) ঝালুয়াবেড় এলাকায়। ররিবার রাতে স্থানীয় বাসিন্দারা দেখেন, রাস্তার মাঝখানে এক যুবতীর দেহ পড়ে রয়েছে। মুখে রুমাল বাঁধা। মাথা থেকে রক্ত ক্ষরণ হচ্ছে। এমনকি মাথায় বড় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝালুয়ারবেড় স্টেশন থেকে ১০০ মিটার দূরে একসরা রোডের উপর ওই যুবতীর দেহ পড়েছিল। যুবতীর পরিচয় এখনও জানা না গেলেও তিনি ওই এলাকার নন বলেই জানা গিয়েছে। তাঁর আনুমানিক বয়স ২২ বছর। স্থানীয় বাসিন্দারাই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। ডোমজুড় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:ফের বন্দেভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় ভারী আঘাতের ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই যুবতীর মৃত্যু হয়েছে। ধারালো কিছু দিয়েও মারা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। যুবতীর পরিচয় জানতে চাইছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ পেয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে ঘটনার জেরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।