Homeকলকাতাযাদবপুরে এবার নারকোটিক্স ও অ্যালকোহল ডিটেক্টর, জানালেন উপাচার্য

যাদবপুরে এবার নারকোটিক্স ও অ্যালকোহল ডিটেক্টর, জানালেন উপাচার্য

Follow Us :

কলকাতা: এবার থেকে ক্যাম্পাসের ভিতরে সমস্ত ধরনের নেশা ও মাদকজাত দ্রব্য নিষিদ্ধ। তাই বিশ্ববিদ্যালয়ের গেটগুলিতে নারকটিক্স ডিটেক্টর ও অ্যালকোহল ডিটেক্টর বসানো হবে বলে সিদ্ধান্ত নিলেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ। কলকাতা টিভির খবরে সীলমোহর।

জানা গিয়েছে, অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে, যাতে টাইম টু টাইম পড়ুয়াদের সঙ্গে কথা বলা যায়। পাশাপাশি কোনও ঘটনা ঘটার আগে তড়িঘড়ি যাতে কোনও ব্যবস্থা গ্রহণ করা যায় সেদিকেই নজর রাখতে বলা হয়েছে। প্রাক্তন সেনাদের দিয়ে বিশ্ববিদ্যালয় ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা নিয়ন্ত্রণের করানো হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এই কাজ হবে। আপাতত ওই কাজে দু’মাসের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন বিস্ববিদ্য়ালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ। 

আরও পড়ুন: যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডোমজুড়ের ঝালুয়াবেড়ে

এছাড়াও সিসিটিভি প্রসঙ্গে তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই টেন্ডারের ব্যাপার নেই। আশা করি আজ থেকেই ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়ে যাবে। ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ করতে বলেছিল কতৃপক্ষকে। সেই কাজটি সুনিশ্চিত করতে যা যা করণীয় সবটাই করা হচ্ছে বলেও জানিয়েছেন উপাচার্য।

RELATED ARTICLES

Most Popular