কলকাতা: দিল্লি (Delhi) এবং কলকাতায় (Kolkata) হয়ে গেল বিবিধ সংস্কৃতি এবং বিবিধ ভাষার ভ্রাম্যমাণ কবিতা উৎসব। কান্টো কবিতা উৎসব (Canto Poetry Festival) রাজধানী দিল্লির ইউনিভার্সিটি অফ শিকাগো সেন্টারে (Chicago University Centre) হয়েছিল ১৫ এবং ১৬ মার্চ। কলকাতার বেঙ্গল ক্লাবে (Bengal Club) হয়ে গেল ১৮ এবং ১৯ মার্চ।
কান্টো ২০২৩ উৎসবে উপস্থিত হয়েছিলেন এই সময়ের একাধিক নামী কবি, অনুবাদক, সাহিত্যিক, বুদ্ধিজীবী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আন্তর্জাতিক বুকার পুরস্কার এবং টি এস এলিয়ট পুরস্কারপ্রাপ্ত জর্জ সিয়ার্তেস, কবিতার জন্য পুলিতজার পুরস্কার পাওয়া বিজয় শেষাদ্রী, ফরোয়ার্ড প্রাইজ পাওয়া দলজিত নাগরা, পেন ওকল্যান্ড, জোসেফিন/জোসেফিন মাইলস অ্যাওয়ার্ড জেতা ওয়েন্ডি ডনিগার।
আরও পড়ুন: Akshay Kumar | Accident | অক্ষয়ের শুটিং এ ১০০ ফুট নিচে পড়ে গেল এক ক্রু
এছাড়াও ছিলেন তিশানি দোশি (ফরোয়ার্ড প্রাইজ, এরিক গ্রেগরি অ্যাওয়ার্ড), অমিত চৌধুরী (কমনওয়েলথ লেখক পুরস্কার এবং হিউম্যানিটিজে ইনফোসিস পুরস্কার), রোজানা ওয়ারেন (আমেরিকান একাডেমি অফআর্টস অ্যান্ড লেটারস, গুগেনহেইম ফাউন্ডেশন), কে সচ্চিদানন্দন (দান্তে মেডেল), বিবেক দেবরয় (পদ্মশ্রী), জিত থাইল এবং জয় গোস্বামী, অনিতা নায়ার ও অরুন্ধতী সুব্রহ্মণ্যমের মতো সাহিত্য আকাদেমি পুরস্কার বিজয়ীরা।
কান্টো ২০২৩-এর প্রধান পৃষ্ঠপোষক বিখ্যাত শিকাগো বিশ্ববিদ্যালয়। সেখানকার শিক্ষক-কবিরা সশরীরে যোগ দিয়েছেন এই কবিতা উৎসবে। তাঁদের পুরোধা ছিলেন অধ্যাপিকা লিনা ফেরেইরা কাবেজা-ভানেগাস। এই উৎসবের প্রধান পরামর্শদাতাও তিনিই।
শেয়ার করুন