কলকাতা: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। বাংলা ধারাবাহিক ও ছবির জগতে বেশ জনপ্রিয় তিনি। টলিউডের পাশপাশি বলিউডেও রীতিমতো যোগাযোগ রয়েছে ঋতাভরীর। গত কয়েক বছরে বেশ কিছু কাজও করেছেন তিনি। অনুরাগ কাশ্যপ থেকে শাহরুখ খান, সকলের সঙ্গেই যোগাযোগ রাখেন ঋতা। বি-টাউনে এত জনপ্রিয় যে বাবা সিদ্দিকির তারকাখচিত ইফতার পার্টিতে শাহরুখ খান, সলমন খানের সঙ্গে ডাক পান তিনিও। আর এবার বলিউড মস্তানি দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) তরফে এক ব্যাগ ভর্তি বিশেষ উপহার পেলেন টলিউড অভিনেত্রী।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৮)
নারীদিবস উপলক্ষেই দীপিকার তরফে বিশেষ উপহার পেয়েছেন ঋতাভরী। বলিউড মস্তানির থেকে উপহার পেয়ে ভীষণ খুশি ঋতা। সোশ্যাল মিডিয়ায় দীপিকার পাঠানো উপহারের ছবি শেয়ার করে অভিনেত্রী দীপিকাকে ভালোবাসা জানিয়েছেন।
আরও পড়ুন: চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়বেন পুলকিত-কৃতী!
ঋতাভরীর সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেখা যাচ্ছে, উপহারের সঙ্গে শুভেচ্ছাবার্তা লেখা একটি কার্ডও রয়েছে। জানা যাচ্ছে, উপহার হিসাবে 82E নামে দীপিকার যে প্রসাধনী ব্র্যান্ড রয়েছে, সেখান থেকেই একাধিক মেকআপের জিনিস পাঠিয়েছেন তিনি টলিউড অভিনেত্রীর জন্য।
আরও খবর দেখুন