মুম্বই: ব্রসনান থেকে ড্যানিয়েল ক্র্যাগ, একাধিক হলিউড অভিনেতাকে জেমস বন্ডের (James Bond) চরিত্রকে পর্দায় দেখা গেছে। সম্প্রতি শোনা যাচ্ছে, বিশ্বখ্যাত এই গোয়েন্দা চরিত্রেই নাকি এবার দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan)-কে। আসল বিষয়টা ঠিক কী?
কিছুদিন আগে দুবাইয়ে ওয়ার্ল্ড গভার্নমেন্টস সামিটে (World Government Summit 2024 in Dubai) বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ। সেখানেই ‘দ্য মেকিং অফ আ স্টার’ পর্বে নানান বিষয় নিয়ে আলোচনা করতে করতে রসিকতা করেই কিং খান ‘জেমস বন্ড’-এর জনপ্রিয় সংলাপ বলেন। বাদশাকে নাম জিজ্ঞেস করতেই তিনি বলেন, আমি জেমস বন্ড। শাহরুখের মুখে জেমস বন্ডের সংলাপ শুনে শোয়ের সঞ্চালক জিজ্ঞেস করেন- আপনি কি জেমস বন্ড হতে চান? তার উত্তরেই বাদশা বলেন, আমি বন্ডের চরিত্রে অভিনয় করতে চাই। তবে আমার মনে হয়, আমি একটু খাটো। তবে গায়ের রং যা তাতে বন্ড হিসেবে মানিয়ে যেতে পারে। বলিউড বাদশার এই মন্তব্যের পরেই অনুরাগীরা অনুমান করছেন পরবর্তীতে জেমস বন্ডের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
View this post on Instagram
আরও পড়ুন: বড়পর্দায় ফের ‘আলাপ’ জমাবেন মিমি-আবির
প্রসঙ্গত, অনুরাগীদের উন্মাদনা বাড়িয়ে এবার ওটিটি-তে শাহরুখ-হিরানির ডাঙ্কি। ১৫ ফেব্রুয়ারি থেকেই নেটফ্লিক্সে দেখা যাচ্ছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ‘ডাঙ্কি’। ওটিটি মুক্তির ঘোষণার জন্য, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ‘ডাঙ্কি’-র বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে বানানো হয়েছে এই ভিডিও। ওই ভিডিও ক্লিপটা ছাড়াও নেটফ্লিক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘ব্যাগপত্তর গুছিয়ে নিন। সারা বিশ্ব ঘুরে ডাঙ্কি এবার আপনার ঘরেই আসছে।
View this post on Instagram
আরও খবর দেখুন