Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঅ্যান্ডারসনের নয়া রেকর্ডে হীনমন্যতা কাটল কুম্বলের!
James Anderson & Anil Kumble

অ্যান্ডারসনের নয়া রেকর্ডে হীনমন্যতা কাটল কুম্বলের!

অনিল কুম্বলে ১৩২টি টেস্টের ২৩৬টি ইনিংসে বল করে ১৮৩৫৫ রান দিয়েছিলেন

Follow Us :

রাজকোট: আজ বোধহয় অনিল কুম্বলে (Anil Kumble) স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সাধারণত কারোর রেকর্ড ভাঙলে অনেকের একটু খারপই লাগে। রেকর্ড ভাঙলে খুশি আর স্বস্তির নিঃশ্বাসের ঘটনা নেহাতই কম। তবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ অনিল কুম্বলের জন্য বেশ স্বস্তি বটে। কারণ, তার রেকর্ড ভেঙে দিয়েছেন জেমস অ্যান্ডারসন (James Anderson)।

কুম্বলের কোন রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন?

রাজকোটে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসের পর টেস্টের ইতিহাসে সব থেকে বেশি রান দেওয়া বোলরা হলেন জেমস অ্যান্ডারসন। এই নিরিখেই তিনি ভেঙে দেন অনিল কুম্বলের রেকর্ড। অনিল কুম্বলে ১৩২টি টেস্টের ২৩৬টি ইনিংসে বল করে ১৮৩৫৫ রান দিয়েছিলেন। অ্যান্ডারসন ১৮৫টি টেস্টের ২৪৪টি ইনিংসে বল করে ১৮৩৭১ রান দিলেন।

আরও পড়ুন: ক্রিকেটের কোন নিয়মে ৫ রান খোয়াল ভারত?

আর তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন মুথাইয়া মুরলিধরন (১৮১৮০ রান), শেন ওয়ার্ন (১৭৯৯৫ রান) এবং স্টুয়ার্ট ব্রড (১৬৭১৯ রান)।

অন্য খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular