Thursday, August 21, 2025
HomeScrollহোলিতে ভিকি-ক্যাটের খুনসুটি, রঙের উৎসবে একসঙ্গে তামান্না-বিজয়

হোলিতে ভিকি-ক্যাটের খুনসুটি, রঙের উৎসবে একসঙ্গে তামান্না-বিজয়

ওয়েব ডেস্ক: হোলিতে মাতল বলিউড (Bollywood Celeb Holi 2025)। শুক্রবার সকাল রঙের উৎসবে থেকেই আমজনতা থেকে সেলেবরা ভাসলেন রঙের জোয়ারে। কেউ সপরিবারে, হোলি খেললেন। আবার বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে রঙে মাখামাখি করলেন। কাউকে দেখা গেল জুটিতে রঙ খেলতে। রঙের উৎসবে স্ত্রী ক্যাটরিনার (Katrina Kaif) সঙ্গে খুনসুটিতে মাতলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। ক্যাটরিনাকে আবিরে ভরিয়ে দিলেন ভিকি। ক্যাটরিনার বোন ইসাবেলার সঙ্গে একফ্রেমে দাদা-বউদিকে নিয়ে ছবি দিলেন সানি। কৌশল পরিবারের সকলেই যে দারুণ হোলি পালন করলেন, তা বেশ বোঝা গেল।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

অন্যদিকে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সকলকে চমকে দিয়ে রঙে ভরা চেহারায় ধরা দিলেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) এবং বিজয় ভার্মা। রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাড়ানি এক হোলি পার্টির আয়োজন করেছিলেন। তবে ব্রেকআপ হলেও জুটিতে বলে দিয়েছেন- ‘আমরা শুধু বন্ধু।’

আরও পড়ুন: ‘খেলব হোলি, রং দেব না…’, দোলে রঙিন তারকারা

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@snehzala)

রঙিন মেজাজের ধরা দিলেন বরুণ ধাওয়ান। শুটিংয়ের সেটেই তুমুল রং খেলায় মাতলেন এই বলি-তারকা।

হোলিতে মজেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ‘হোলিকা দহন’ বসন্ত উৎসবের শুভেচ্ছা নেটপাড়াকে জানিয়েছেন তিনি।

রঙের উৎসবে একেবারে ঝলমলে পোশাকে সাজির হলেন রুবিনা ট্যান্ডন (Raveena Tandon)। রবীনার জৌলুসের কাছে বয়স হার মেনেছে। রঙিন হয়ে হোলিতে মাতলেন রবিনা।ছবি পোস্ট করে এদিন হোলির শুভেচ্ছা জানলেন তিনি।

সপরিবারে বাড়িতেই রং খেললেন কার্তিক আরিয়ান। পরিবারের সবাই চুটিয়ে আবির খেলায় মাতলেন।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News