মুম্বই: বলিউডে ডানা কাটা পরীদের ভিড়ে তিনি হলেন ‘বিউটি উইথ ব্রেনস’ (beauty with brains)এর একেবারে পার্ফেক্ট কম্বিনেশনে। তিনি দীপিকা পাডুকোন (Deepika Padukone)! অভিনেত্রীর বলিউড জার্নি এতটাই বর্ণময় যে তাঁকে নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। তাই বলিউড ডিভা দীপিকা পাডুকোনের জন্মদিনে (Deepika Padukone birthday) রইল তাঁকে নিয়ে জানা অজানা কিছু কথা। দেখে নিন তো এই সব তথ্যই কী আপনার আগে থেকে জানা। আপনি দীপিকার কত বড় ভক্ত তবেই জানা যাবে যদি অভিনেত্রীর বিষয় এই সব কিছুই আপনি আগে থেকেই জানেন। যেমন-
দীপিকার অভিনয় কেরিয়ার
আমরা অনেকেই জানি বিনোদনের জগতে দীপিকার হাতে খড়ি ফারহা খানের ওম শান্তি ওমের হাত ধরেই । এটা বলিউডের বাদশার সঙ্গে তাঁর প্রথম ছবি হতে পারে তবে তাঁর স্ক্রিন ডেবিউ হয় সঙ্গীত পরিচালক-গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়ার মিউজিক ভিডিয়ো ‘নাম হ্যান তেরা’। আর রুপোলি পর্দায় তাঁর আত্মপ্রকাশ কন্নড় রোম্যান্টিক ফিল্ম ‘ঐশ্বর্য’ দিয়ে।
View this post on Instagram
দীপিকার জন্ম
অনেকেই ভাবেন দীপিকার জন্ম বেঙ্গালুরু কিংবা মুম্বইয়ে। না, তা কিন্তু একেবারেই এই দুই শহরে তো না-ই বরং এ দেশেই নয়। তাঁর জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে।
View this post on Instagram
দীপিকা ও সঞ্জয় লীলা বনশালি
এটা কি জানতেন যে দীপিকার বলিউড ডেবিউ ছবি হওয়ার কথা ছিল সঞ্জয় লীলা বনশালির সাঁওয়ারিয়া দিয়ে?
View this post on Instagram
দীপিকার বাংলা কানেকশন
অনেকেই হয়ত জানেন না মডেলিংয়ের শুরুর দিকে পিসি চন্দ্র জুয়েলার্সের হয়েই প্রথম পরিচিতি পান বা বলা যায় লোক নজরে আসেন দীপিকা। শোনা যায় এই ব্র্যান্ডের জন্য দীপিকাকে তাঁর চোখের জন্য বাছা হয়েছিল। মনে হয়েছিল দীপিকার দুই চোখেই মন হারাবে বাঙালি দর্শক।
View this post on Instagram
মায়ের সঙ্গে অভিনয়
অনেকেই হয়ত জানেন না নামী একটি টুথপেস্ট ব্র্যান্ডের জন্য মা উজ্জ্বলা পাডুকোণে ও মেয়ে দীপিকা পাডুকোণকে প্রথমবার একসঙ্গে স্ক্রিনে দেখা গিয়েছিল।
View this post on Instagram
অভিনয় ছাড়াও…
দীপিকার ফ্যানদের অনেকেই অভিনেত্রীকে নিয়ে এই তথ্য হয়ত অনেকেই জানেন যে দক্ষ অভিনেত্রী হয়ে উঠার আগে দীপিকা ভাল ব্যাডমিন্টনও খেলেন। তিনি একজন ন্যাশনাল লেভেল ব্যাডমিন্টন প্লেয়ার।