skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeদেশAmit Shah: আজ ত্রিপুরায় ভোটের ঢাকে কাঠি অমিত শাহর, বিজেপির রথযাত্রার সূচনা

Amit Shah: আজ ত্রিপুরায় ভোটের ঢাকে কাঠি অমিত শাহর, বিজেপির রথযাত্রার সূচনা

Follow Us :

আগরতলা: ভোটমুখী ত্রিপুরায় (Assembly Election of Tripura) জনসংযোগের বার্তা দিতে আজ, বৃহস্পতিবার রাজ্যে দুটি রথযাত্রা (Rathyatras) সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একদিনের ত্রিপুরা শহরে এদিনই তাঁর আসার কথা থাকলেও বুধবার রাতেই তিনি গুয়াহাটি পৌঁছে যান। কারণ, রাত ১০টা নাগাদ বিমানবাহিনীর একটি বিমানে আগরতলা (Agartala) যাওয়ার পথে প্রচণ্ড কুয়াশার জন্য বিমানটিকে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করানো হয়। কারণ ওই রাতে আগরতলা বিমানবন্দরে বিমান নামানোর মতো দৃশ্যমানতা ছিল না। সেখানেই রাত্রিযাপন করেন তিনি। অমিত শাহের ত্রিপুরা সফরকে ঘিরে গোটা রাজ্যকে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে।

এদিন আগরতলা থেকে ১৯০ কিমি দূরে উত্তর ত্রিপুরার ধর্মনগরে প্রথম রথযাত্রার সূচনা করবেন শাহ। তারপর তিনি দক্ষিণ ত্রিপুরার বাংলাদেশ সীমান্তের লাগোয়া সাব্রুম থেকে দ্বিতীয় রথযাত্রার সূচনা করবেন। এই দুই রথযাত্রার সূচনা করেই ফিরে যাবেন তিনি। রথযাত্রা উপলক্ষে বেশ কয়েকটি জনসভার আয়োজন করেছে রাজ্য বিজেপি। ১২ জানুয়ারি, রথযাত্রার অন্তে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) রাজ্যে আসবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: Corona Kolkata: বিদেশ ফেরত চারজনের শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্ট, সতর্ক স্বাস্থ্য দফতর

বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, এদিন বেলা ১১টা নাগাদ আগরতলায় পৌঁছবেন শাহ। সেখানে ধর্মনগর থেকে জনবিশ্বাস যাত্রার সূচনা করবেন এবং এক জনসভায় ভাষণ দেবেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা (CM Manik Saha) বলেন, এই যাত্রার মাধ্যমেই রাজ্যে ভোট প্রচারের ঢাকে কাঠি পড়ে যাবে। জনবিশ্বাস যাত্রা মোট ১০০০ কিমি পথ হাঁটবে এবং রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের ভিতর দিয়ে যাবে। উল্লেখ্য, এবছরেরই ফেব্রুয়ারি-মার্চে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামে ভোট হবে।

প্রসঙ্গত, বিজেপির এই কর্মসূচির মুখেই গত মঙ্গলবার সাবেক বামশাসিত ত্রিপুরার সিপিএমের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়ির সামনে বিজেপি এবং সিপিএমের ধুন্ধুমার মারামারি হয়। গোমতী জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ফলে ভোটের আগে থেকেই অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে রাজ্যে। কারণ, ত্রিপুরা দীর্ঘদিন ধরে কংগ্রেস ও সিপিএমের শক্ত ঘাঁটি ছিল। এখন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসও (TMC) এই রাজ্যে প্রভাব বিস্তার করেছে। ফলে লড়াইটা জমজমাট হবে বলেই ধারণা।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
EVM | EVM কাণ্ড, ৪৮ লাখ ভোটের তফাৎ ,মামলা গড়াল সুপ্রিম কোর্টে
00:00
Video thumbnail
Top News | বিজেপি সদর দফতরের বাইরে বোমা, এলাকা ঘিরল পুলিশ
00:00
Video thumbnail
Nabanna | ঘর পেয়েছেন? চিন্তা নেই, আবাসের সমীক্ষা নবান্ন শুরু করবে জুলাইয়ে!
00:00
Video thumbnail
BJP West Bengal | বাংলাতেই কেন হিংসা? বিমানবন্দরে নেমেই প্রশ্ন বিজেপির কেন্দ্রীয় দলের
00:00
Video thumbnail
Suvendu Adhikari | দুর্গাপুজোতেও কেন্দ্রীয় বাহিনী ! বিজেপির পুজোর দাবি
02:09:12
Video thumbnail
Election Commission | মোবাইলে আসছে ওটিপিনিয়ন্ত্রণ হচ্ছে ইভিএমএভাবেই কি জিতল NDA? সত্যিটা কী?
04:31
Video thumbnail
Weather Update | সুখবর! বর্ষার বৃষ্টি কবে থেকে? বিরাট আপডেট
04:36:05
Video thumbnail
Abhishek Banerjee | হাসপাতালে ভর্তি অভিষেক, অপারেশন হবে, কী হয়েছে?
07:32:43
Video thumbnail
Belgharia News | বেলঘরিয়ার ব্যবসায়ী কে জেল থেকেই বারবার ফোন, কী দাবি কুখ্যাত দুষ্কৃতির?
02:37:27
Video thumbnail
Abhishek Banerjee | অপারেশন শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন আছেন?
02:57:13