Saturday, July 5, 2025
Homeআন্তর্জাতিকPakistan vs Afghanistan: পাকিস্তান আগ্রাসন দেখালে জবাব দেবে আফগানিস্তান, বিস্ফোরক তালিবান মন্ত্রী 

Pakistan vs Afghanistan: পাকিস্তান আগ্রাসন দেখালে জবাব দেবে আফগানিস্তান, বিস্ফোরক তালিবান মন্ত্রী 

Follow Us :

কাবুল: পাকিস্তানের (Pakistan) অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল আফগানিস্তানের (Afghanistan) প্রতিরক্ষা মন্ত্রক। পাক মন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, আফগানিস্তানে লুকিয়ে থাকা তেহরিক ই তালিবান পাকিস্তান (TTP) সংগঠনের ঘাঁটিগুলোকে ধ্বংস করবে ইসলামাবাদ (Islamabad)। জবাবে তালিবান (Taliban) প্রতিরক্ষা মন্ত্রক জানিয়ে দিল টিটিপির ঘাঁটি সংক্রান্ত পাকিস্তানের মন্তব্য মিথ্যে এবং উসকানিমূলক। 

ঠিক কী বলেছিলেন পাক মন্ত্রী?
পাকিস্তানের এক টিভি চ্যানেলকে অভ্যন্তরীণ মন্ত্রী বলেছিলেন, এই সমস্যা (টিটিপি-র সন্ত্রাস) দেখা দিলে আমরা প্রথমে আফগানিস্তানের সঙ্গে কথা বলব। ওরা আমাদের ইসলামিক ভ্রাতৃত্বের রাষ্ট্র, ওদের বলব ঘাঁটিগুলো ধ্বংস করে জঙ্গিদের আমাদের হাতে তুলে দিতে। এরপরেই মন্ত্রী বলেন, তালিবান সরকার (Taliban Government) সেই পদক্ষেপ না নিলে ইসলামাবাদ নিজেই আফগানিস্তানে লুকোনো টিটিপি-র ঘাঁটি ধ্বংস করবে। 

আরও পড়ুন: Delhi: দিল্লিতে তরুণীর মর্মান্তিক মৃত্যু, দোষীদের ফাঁসির দাবি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের 

জবাবে কী বললেন তালিবানের প্রতিরক্ষা মন্ত্রী?
পাক মন্ত্রীর দাবিকে ভুয়ো এবং উস্কানিমূলক বলার পাশাপাশি এও জানানো হয়েছে, অতীতে এই ধরনের মন্তব্যের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রতিরক্ষা মন্ত্রী মুল্লা ইয়াকুব বলেন, পাকিস্তানের প্রতি আমাদের বার্তা, তাদের দুশ্চিন্তার বিষয়টি ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের (IEA) সঙ্গে শেয়ার করুক এবং আলোচনার মাধ্যমে তার সমাধান করা হোক। 

ইয়াকুব আরও বলেন, আফগানিস্তান মালিকহীন নয় কিংবা উত্তরসূরিহীন নয় এবং বরাবরের মতো দেশ এবং তার আঞ্চলিক নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করতে সক্ষম। আগ্রাসনের যে কোনও প্রচেষ্টার সমুচিত জবাব দেওয়া হবে। এবং তার জন্য আফগানিস্তান ভালোভাবে প্রস্তুত। 

আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) এবং বালোচিস্তান (Balochistan) অঞ্চলে প্রায়ই জঙ্গি কার্যকলাপ নিইয়ে ব্যতিবস্ত পাকিস্তান। যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও গত দু’মাস ধরে চলছে নিশানা করে হত্যা, আক্রমণ, বোমারু আক্রমণ, আত্মঘাতী হামলা। জঙ্গিদের নিশানায় মূলত নিরাপত্তা কর্মী এবং সামরিক ঘাঁটিগুলো। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39