Sunday, August 31, 2025
HomeScrollকরোনার পর বিশ্বে দ্বিতীয় মহামারীর সতর্কতা, যা আরও ভয়ঙ্কর হতে পারে

করোনার পর বিশ্বে দ্বিতীয় মহামারীর সতর্কতা, যা আরও ভয়ঙ্কর হতে পারে

ওয়াশিংটন: করোনা (Covid-19) মহামারী (Pandemic)  গোটা বিশ্বকে (World) কাঁপিয়ে দিয়েছিল। শয়ে শয়ে মানুষে মৃত্য, অসুস্থতা, লকডাউন, চাকরি খোয়ানো সহ এক বীভৎস অরাজকতার মধ্যে দিয়েছে ২০১৯-২০ দিকে কাটিয়েছে মানুষ। কিন্তু এবার আরও ভয়ঙ্কর খবর দিল সিডিএস (CDC) (রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র)।

করোনার থেকেও আরও ভয়ঙ্কর মহামারী হতে চলেছে বার্ড ফ্লু (Bird Flue) । যা বিশ্বের মধ্যে দ্বিতীয় প্যানডেমিক হিসেবে দেখা দিতে পারে। লাল সতর্কতা (Red Flag) জারি করেছে সিডিএস। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তরফে অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

চলতি বছরের শুরুতেই আমেরিকার লুইসিয়ানাতে এই কেসের রিপোর্ট পাওয়া গেছে। সিডিএস জানিয়েছে, জেনেটিক বিশ্লেষণে দেখা গেছে যে ভাইরাসটি তার রূপ পরিবর্তন করেছে। পশুর শরীর থেকে এই ভাইরাসটি খুব সহজেই মানুষের শরীরে থাবা বসাচ্ছে। ফলে খুব সহজেই আক্রান্ত হচ্ছে মানুষ। আক্রান্ত ব্যক্তির শরীর থেকে ভাইরাসটি খুব দ্রুত অপর ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন: “সময় ফুরিয়ে আসছে, ওকে বাঁচান…”, কাতর আবেদন নিমিশার মায়ের

A(H5N1) ভাইরাস মানব সংক্রমণের ক্লিনিকাল কোর্সের সময় পরিবর্তন ঘটাতে পারে।”

সিডিসি বলেছে যে এটি ১৯৯৭ সাল থেকে বিশ্বব্যাপী মানুষের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের হাজার হাজার রিপোর্ট তারা পর্যবেক্ষণ করছে। কেস রেকর্ডগুলি গবেষণা করে দেখা গেছে বার্ড ফ্লু আরও সংক্রমণযোগ্য হয়ে উঠছে। সেই লক্ষণগুলি নিয়ে আরও নজরদারি চালানো হচ্ছে।

মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ রিসার্চ অ্যান্ড পলিসির ডিরেক্টর ডাঃ মাইকেল অস্টারহোম, জানিয়েছেন, “মহামারী মোকাবিলায় প্রস্তুত হতে।  COVID-19 মহামারী চলাকালীন যা শিখেছে তা পরীক্ষা করতে এবং এটি ব্যবহার করতে। পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত হতে।

ক্যালিফোর্নিয়া, কলোরাডো, আইওয়া, লুইসিয়ানা, মিশিগান, মিসৌরি, ওরেগন, টেক্সাস, ওয়াশিংটন এবং উইসকনসিনে প্রায় ৬৫টি বার্ড ফ্লু কেস পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়া ৩৭ টি মামলার রিপোর্ট পাওয়া গেছে,  প্রাদুর্ভাবের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ২৪ ডিসেম্বর সিডিসির সাম্প্রতিক রিপোর্ট  যে ৫১ টি জায়গা জুড়ে ১০,৯১৭ টি পাখির মধ্যে সংক্রমণ সনাক্ত করা হয়েছে।

বার্ড ফ্লুর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সংক্রামিত প্রাণীদের সংস্পর্শে আসা মানুষ থেকে ছড়ায়। সাধারণত, বন্য পাখিরা পোল্ট্রি এবং দুগ্ধজাত গবাদি পশু সহ গৃহপালিত পশুদের মধ্যে ভাইরাস ছড়ায়। মানুষ যখন সংক্রামিত প্রাণী, তার মল বা লালা নিয়ে কাজ করে তখন এই ভাইরাসে আক্রান্ত হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি H5N1 টিকা প্রস্তুত করেছে। যদি ভাইরাসটি আরও সহজে ছড়িয়ে পড়তে শুরু করে তার জন্য এই ভ্যাকসিন দেওয়া যাবে। তবে তবে FDA (খাদ্য ও ওষুধ প্রশাসন) দ্বারা অনুমোদিত না হওয়া পর্যন্ত ভ্যাকসিনগুলি ব্যবহার করা যাবে না।

দেখুন অন্য খবর-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Read More

Latest News