করাচি: পাকিস্তানের করাচির শপিং মলে ভয়াবহ আগুন। শনিবারের এই ঘটনায় মৃত্যু হল ১১ জনের।এখনও মলে আটকে রয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। পাশাপাশি এখনও তলছে উদ্ধারকাজ।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন ভোর বেলায় করাচির আরজে শপিং মলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ শুরুর আগেই কমপক্ষে ১১ জনের দেহ উদ্ধার হয়। প্রায় ৫০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু শপিং মলের ভিতরের কোনও ঘরে আগুন লাগায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পান দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: শীতের ইনিংস শুরু, আগামীতে রাজ্যজুড়ে আরও নামবে পারদ