কলকাতা: সোমবার সকালে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিকেল গড়াতে না গড়াতেই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদে তাঁকে বহাল করে স্বাস্থ্য ভবন। এরপর সোমবার সন্ধ্যা থেকেই ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন পড়ুয়াদের একাংশ। তালা ঝোলানো হয় অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরে। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, কোনও অবস্থাতেই তাঁরা কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে সন্দীপকে মেনে নেবেন না।
মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ন্যাশনাল মেডিক্যাল কলেজে পোঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খানও। তাঁদের ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে তাকেন পড়ুয়ারা। স্বর্ণকমল পড়ুয়াদের উদ্দেশে বলেন, আপনাদের কথা শুনব না, তা নয়। আপনাদের বক্তব্য শুনতেই এখানে এসেছি।
আরও পড়ুন: আদালতের দ্বারস্থ আরজি করে নিহত চিকিৎসকের পরিবার
পড়ুয়াদের মধ্যে এক জন তাঁদের বলেন, আমরা ভয়ে আছি। পড়ুয়াদের ক্ষোভ-বিক্ষোভের কথা মন দিয়ে শোনেন স্বর্ণকমল এবং জাভেদ। তাঁদের আপত্তি এবং ক্ষোভের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলে আশ্বাস দেন তাঁরা।
দেখুন আরও অন্যান্য খবর: